ঢাকা ৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১
জুবায়ের আহমেদ:
নিউজিল্যান্ড ক্রিকেট দলের ইতিহাসে অন্যতম সেরা ও সফল ওপেনার ব্যাটসম্যান মার্টিন গাপটিল। মারকুটে এই ওপেনার একমাত্র কিউই ক্রিকেটার হিসেবে পেয়েছেন ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরী। টেস্টে নিয়মিত না হলেও ওয়ানডে ও টি২০ ক্রিকেটে দলের অন্যতম ভরসার নাম। ২০১৬ সালে সর্বশেষ টেস্ট খেলা এই ওপেনার ওয়ানডে ফরম্যাটে দারুণ খেললেও সর্বশেষ বেশ কয়েকটি টি২০ ম্যাচে রানখড়ায় ভূগার পর অবশেষে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ৫ ম্যাচ টি২০ সিরিজের ২য় ম্যাচে আজ ব্যাট হাতে ৯৭ রানের ইনিংস খেলে আউট হয়ে শতক বঞ্চিত হন। ৩ রানের জন্য ক্যারিয়ারের ৩য় টি২০ শতক না পেলেও অবশ্য দলের ৪ রানের জয়ে ম্যাচসেরা গাপটিল।
ডুনেডিনে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সাম্প্রতি সময়ে রানখড়ায় ভূগা ও প্রথম ম্যাচে শুণ্যে ফেরা কিউই ওপেনার মার্টিন গাপটিল ব্যাট হাতে ঝড় তোলেন। মাত্র ৫০ বলে ৮ ছয় ও ৬ চারে ৯৭ রান করে আউট হয়ে টি২০ ক্যারিয়ারের ৩য় শতক বঞ্চিত হন গাপটিল। উইলিয়ামসন ৩৫ বলে ৩ ছয় ও ২ চারে ৫৩ ও নিশাম মাত্র ১৬ বলে ৬টি ছয় ও ১ চারে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেললে ৭ উইকেট হারিয়ে ২১৯ রানের পাহাড় গড়ে কিউইরা। অস্ট্রেলিয়ার হয়ে ৪৩ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন রিচার্ডসন।
২২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই অজি ওপেনার ম্যাথু ওয়েড ও ফিঞ্চ ৩৪ রানের জুটি গড়ার পর ফিলিপ ৩২ বলে ৪৫ রান করলেও কিউই বোলারদের তোপে পরে মাত্র ১১৩ রানে ৬ উইকেট হারিয়ে বেশ চাপে পরে অজিরা। উইকেট হারিয়ে চাপ ও আস্কিং রেট বেড়ে গিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যাওয়া অজিদের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন মার্কাস স্টইনিস ও ড্যানিয়েল শামস। দুজনে ৭ম উইকেটে ব্যাট হাতে তান্ডব চালিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান। এক পর্যায়ে ৩ ওভারে ৩৬ রানের প্রয়োজনে ১৮তম ওভারে বোল্ট মাত্র ৬ রান ব্যয় করলে ২ ওভারে ৩০ রানের প্রয়োজনে অজিরা ব্যাটসম্যানরা ১৯তম ওভারে ১৫ রান সংগ্রহ করলেও ২০তম ওভারে ১৫ রানের প্রয়োজনে মাত্র ১০ রান সংগ্রহ করে অজিরা। ৪ রানের জয় দিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। মাত্র ৩৭ বলে ৫ ছয় ও ৭ চারে ৭৮ রানের ইনিংস খেলেন স্টইনিংস। শামস ১৫ বলে ৪টি ছয় ও ২ চারে ৪১ রানের ইনিংস খেলেন। নিউজিল্যান্ডের হয়ে ৩১ রানে ৪ উইকেট শিকার করেন মিশেল শানতার। ২ উইকেট শিকার করেন জেমি নিশাম।
ব্যাট হাতে ৯৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন কিউই তারকা ওপেনার মার্টিন গাপটিল। ৫ ম্যাচ টি২০ সিরিজে কিউইরা ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় সিরিজের ৩য় ম্যাচটি অজিদের জন্য বাঁচা মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে। আগামী ৩ মার্চ ওয়েলিংটনে সিরিজের ৩য় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed