ঢাকা ৩রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১
হাসনাত জাহান সিফাত:
পুবাকাশে চাঁদ মামা
হেসে উঠেছে ওই
সন্ধ্যা বেলার চাঁদটা যে ভাই
খুকুমণির গল্প করার সই।
প্রতি নিশিথে চাঁদটা আসে
পুব কোণের ওই বনে
মিটমিটিয়ে আলো ছড়ায়ে
ভাব জাগায় ওই খুকুর মনে।
চাঁদের সাথে ভাব জমিয়ে
হাসে খুকুসোনার মুখ
সেই হাসিতে খুকুর মনে
নেমে আসে সুখ।
ভাব জমিয়ে খুকুর সাথে
চাঁদ একে দেয় চুম
চাঁদের ছোঁয়ায় খুকুর চোখে
নামে রাজ্যের ঘুম।।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed