ঢাকা ২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১
ক্রিকেট বিশ্বে ফ্রাঞ্চাইজি লীগগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও অর্থের কাড়াকাড়ি হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-আইপিএলে। ২০০৮ সালে প্রথমবারের মতো আয়োজিত আইপিএলের সফলতার ধারাবাহিকতায় প্রতি বছরই নিয়মিত আয়োজন হচ্ছে এ লীগটি।
করোনার কারনে গত মৌসুম দেরিতে মাঠে গড়ালেও দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল ২০২০ শেষে দ্রুততম সময়ের মধ্যেই পুনরায় শুরু হচ্ছে আইপিএল ২০২১। এবার দুবাইয়ে নয়, ভারতেই অনুষ্ঠিত হবে আইপিএল। আজ চেন্নাইয়ে আয়োজিত আইপিএলের নিলামে চার বাংলাদেশীর নাম থাকা নিশ্চিত হলেও শেষ মুহুর্তে এসে আয়োজকদের অনুরোধের কারনে যুক্ত হয়েছেন মুশফিকুর রহিম। উইকেটকিপার ব্যাটসম্যান ক্যাটাগরীতে ভিত্তিমূল্য ১ কোটি থেকে শুরু হবে মুশফিকের ডাক।
মুশফিক ছাড়া সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ ও সাইফুদ্দিন থাকছে আইপিএলের নিলামে। ৫ ক্রিকেটারের মধ্যে সাকিব আল হাসানের দল পাওয়া নিশ্চিতই। তবে কেমন মূল্য পাবেন সাকিব, তাই এখন দেখার বিষয়। সাকিব ছাড়া দল পাওয়ার সম্ভাবনা আছে মুস্তাফিজুর রহমানের। শেষ মুহুর্তে মুশফিকের নাম যুক্ত হওয়ায় দল পাওয়ার সম্ভাবনা আছে মুশফিকেরও। তবে গতবারের মতো এবারও যদি উপেক্ষিত থাকে কিনা মুশফিক, টাইগারদের সমর্থকদের আলোচনায় থাকছে এ বিষয়টিও।
আজ বিকাল ৩ ঘটিকায় চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২১ এর নিলাম। নিলাম সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed