ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১
আইপিএল ২০২১ এর নিলাম চেন্নাইয়ে আজ শুরু হয়েছে। প্রত্যাশিত ভাবেই দল পেয়েছেন সাকিব আল হাসান। সাকিবের নাম আসার পর একটু দেরিতে বিড করলেও কোলকাতা ও পাঞ্জাব সাকিব দলভুক্ত করতে চেয়ে শেষে শেষে ৩.২০ কোটি টাকা দিয়ে সাকিবকে দলে ভিড়িয়েছে সাকিবের পুরনো দল কোলকাতা নাইট রাইডার্স।
সাকিব ছাড়াও নিলাম নাম উঠবে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাইফুদ্দিন ও মুস্তাফিজু রহমান। তবে তাদের কারো নাম এখনো ডাকা হয়নি।
নিলামে অবিশ্বাস্য মূল্যে দল পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। গত আসরে ম্যাক্সওয়েল বাজে পারফর্ম করার কারনে পাঞ্জাব তাকে ছেড়ে দিলেও পাঞ্জাবও ম্যাক্সওয়েলকে দলভুক্ত করার জন্য ব্যাঙ্গালুরুর সাথে লড়েছে। তবে শেষে ১৪.২৫ কোটি টাকা দিয়ে ম্যাক্সয়েলকে দলভুক্ত করেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। এছাড়াও মঈন আলীও চড়া মূল্য পেয়েছেন। ৭ কোটি টাকায় মঈনকে দলভুক্ত করেছে চেন্নাই সুপার কিংস।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed