ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১
স্বপ্ন ঘুড়ি স্পোর্টস ডেস্ক:সাউথ আফ্রিকার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আজ। রঙ্গীন পোষাকের ক্রিকেটে মনযোগ বাড়াতেই সাদা পোষাকের টেস্টকে বিদায় জানিয়েছেন ৩৭ বছর বয়সী ফাফ।
২০১২ সালে সাউথ আফ্রিকার হয়ে টেস্টে পা রাখা প্লেসিস জাতীয় দলের হয়ে ৬৯ টেস্ট ম্যাচ খেলেছেন। ১৯৯ রান বেস্টে ১০ সেঞ্চুরী ও ২১ ফিফটিতে ৪১৬৩ রান করেন। ২০১৬-২০ সাল পর্যন্ত সাউথ আফ্রিকাকে ৩য় সর্বোচ্চ ৩৬ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৮ ম্যাচে জয় পেয়েছেন, ১৫ ম্যাচে পরাজয়ের বিপরীতে ড্র করেছেন ৩ম্যাচে।
সম্প্রতি দূর্দান্ত ফর্মে থাকলেও আসন্ন ২০২১ ও ২০২২ সালের পরপর দুই টি২০ বিশ্বকাপে মনযোগ বৃদ্ধির জন্যই অবসর নিয়েছেন টেস্ট থেকে, এমনটাই জানিয়েছেন প্লেসিস।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed