ঢাকা ১লা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১
জুবায়ের আহমেদ:
ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজে সফরকারী সাউথ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করেছে স্বাগতিক পাকিস্তান। টেস্ট সিরিজ জয়ের পর তিন ম্যাচ টি২০ সিরিজেও ২-১ ব্যবধানে জয়লাভ করে স্বাগতিকরা।
গতকাল সিরিজের ৩য় ও শেষ ম্যাচে আফ্রিকাকে ৪ উইকেটে হারানোর মাধ্যমে টি২০ ক্রিকেটে প্রথম দল হিসেবে শততম জয়ের রেকর্ড স্পর্শ করেছে পাকিস্তান। ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটটিতে সবগুলো দলের মধ্যে সর্বোচ্চ ১৬৩টি ম্যাচ খেলে প্রথম দল হিসেবে ১০০ পেয়েছে পাকিস্তান। ৬১ ম্যাচে পরাজয় ও ২ ম্যাচে রেজাল্ট হয়নি।
পাকিস্তানের পর ২য় সর্বোচ্চ ৮৫টি জয় পেয়েছে ভারত। ৩য় সর্বোচ্চ ৭১ ম্যাচে জয় পেয়েছে সাউথ আফ্রিকা ও ৪র্থ সর্বোচ্চ ৬৯ ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
পাকিস্তান প্রথম দল হিসেবে ১০০তম ম্যাচ জিতলেও টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে ম্যাচের হিসেবে সবচেয়ে বেশি জয়ের হার আফগানিস্তানের। আফগানিস্তান ৮১ ম্যাচে ৫৫ জয় পেয়েছে। জয়ের হার ৬৮.৫১। ২য় সর্বোচ্চ জয়ের হার ভারতের। ভারত ১৩৭ ম্যাচে ৮৫ জয় পেয়েছে, জয়ের হার ৬৫.০৩।
আইসিসি কর্তৃক ক্রিকেট বিশ্বায়নের অংশ হিসেবে একসাথে ১০৪টি দেশকে আন্তর্জাতিক টি২০ মর্যাদা দেওয়ার পর সুযোগ পাওয়া দলগুলো নিজেদের মধ্যে সিরিজ এবং টুর্নামেন্ট খেলছে। টি২০ খেলা সবগুলো দলের মধ্যে এখন পর্যন্ত অপরাজিত আছে ফুটবলের জনপ্রিয় দল আর্জেন্টিনা ও বেলিজ। আর্জেন্টিনা ইতিমধ্যে ৫টি ম্যাচ খেলে ৫টিতেই জয় তুলে নিয়েছে। বেলিজ ৩ ম্যাচ খেলে ৩টিতে জয় তুলে নিয়েছে। এছাড়া আর কোন দল শতভাগ জয় পায়নি এ পর্যন্ত।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed