ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১
শাবলু শাহাবউদ্দিন প্রতিবেদক: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( পাবিপ্রবি) ছায়া জাতিসংঘ সংস্থার ২০২১-২২ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (ফেব্রুয়ারি ১২) সংগঠনটির ” বার্ষিক সাধারণ সভা ২০২১” এ নতুন কমিটি গঠন করা হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিপ্রবি ছায়া জাতিসংঘের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ নাজমুস সাদাত,সাবেক সহ-সভাপতি সুস্মিতা সুলতানা, সাবেক সহ-সভাপতি মোঃ জামিল হোসেন এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মনি। সভায় নতুন কমিটির সভাপতি হিসেবে টিপু আগারওয়াল এবং সাধারণ সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান খান নির্বাচিত হন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃসফিউল মুজনবিন,মোঃরাহাত আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃমাকসুদুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃসফিউল্লাহ উৎস,সাংগঠনিক সম্পাদক মোঃইমন হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ আবরার শাহরিয়ার মারুফ,আফসানা আক্তার ( পাবলিক রিলেশন), মাশরিকুল আনোয়ার ( এসিস্ট্যান্ট – পাবলিক রিলেশন),আল আসমাউল হুসনা ( ব্রেন্ডিং এন্ড ডকুমেন্টেশন), দীন মোহাম্মদ ( এসিস্ট্যান্ট – ব্রেন্ডিং এন্ড ডকুমেন্টেশন), শাম্মি আক্তার ( উমেন এফেয়ার্স),ফারিহা মেহজাবিন ( এসিস্ট্যান্ট – উমেন এফেয়ার্স), ধ্রুব ব্যাপারি ( সেশন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট), মোঃশহীদুল ইসলাম ( এসিস্ট্যান্ট – সেশন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট), মিতু রাণী কুন্ডু ( এসিস্ট্যান্ট – সেশন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট) সহ ১৮ জন কার্যনির্বাহী সদস্য।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ এবং সংগঠনের সাবেক কমিটির সদস্যগণ সংগঠনটিতে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং নতুন কমিটির প্রতি প্রত্যাশা ও প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed