ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১
জুবায়ের আহমেদ:
সফরকারী সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ জয়ের পর তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে ৩ রানের জয় তুলে নিয়েছিল পাকিস্তান। গতকাল সিরিজের ২য় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৬ উইকেটের বড় পরাজয়বরণ করে স্বাগতিকরা। বল হাতে ডুয়াইন প্রেটুরিয়াস টি১০ ক্রিকেটে প্রথমবারের মতো ৫ উইকেটি শিকার করে ম্যাচসেরা হন।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় সাউথ আফ্রিকা। অধিনায়কের সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করে জ্বলে উঠেন পেসার প্রেটুরিয়াস। পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজোয়ান ৪১ বলে ৫১ রানের ইনিংস খেললেও প্রেটুরিয়াসের বোলিং তোপে পরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তান শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রানে থামে। শেষের দিকে ফাহিম আশরাফ মাত্র ১২ বলে ২টি করে চার ও ছয়ে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন। ২০ রান করেন ইফতেখার আহমেদ। প্রেটুরিয়াস ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন।
১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা সাউথ আফ্রিকা শুরুতে মাত্র ২১ রানে ৪ উইকেট হারালেও রেজা হ্যান্ডরিকস এর ৩০ বলে ৪২, ভ্যান বিলজনের ৩২ বলে ৪২, ডেভিড মিলানের অপরাজিত ১৯ বলে ২৫ ও অধিনায়ক ক্লাসেনের ৯ বলে অপরাজিত ১৭ রানের সুবাদে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৬.২ ওভারে ১৪৫ রান সংগ্রহ করে ৬ উইকেটের জয় দিয়ে সিরিজে সমতা আনে সফরকারী আফ্রিকা। বল হাতে ক্যারিয়ার সেরা ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা হন ডুয়াইন প্রেটুরিয়াস। এটি ৩১ বছর বয়সী প্রেটুরিয়াসের টি২০ ক্যারিয়ার এবং আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে প্রথমবারের মতো ৫ উইকেট শিকারের রেডর্ক।
আজ একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত ৭.০০ ঘটিকায় সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজে ১-১ সমতা থাকায় আজকের ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। আজ জয়ী দল সিরিজ জয়ের আনন্দে মাতবে।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed