ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১
তাসফীর ইসলাম (ইমরান):
একটা বয়স অবধি ফেব্রুয়ারি মাসে খুব হৈ চৈ ছিলো।
কেউ কেউ বইয়ের ভাজে লুকিয়ে গোলাপ নিয়ে আসছে।
–রোজ ডে নামে হয়তো একটা দিন আছে ফেব্রুয়ারি মাসে তারিখটা ঠিক মনে নেই।
ঐ দিন গার্লফ্রেন্ডকে খুশি করতে গোলাপ-টা দিতেই হবে। তা না হলে যে ভালোবাসা থাকবে না।
– আবার কেউ চকলেট ডের জন্য টাকা লুকিয়ে রাখছে।
চকলেট কিনে না দিতে পারলে পাখি যে অন্য ডালে উড়াল দিবে।
এ মাসটা আসলেই কারো কারো মন ভাঙ্গছে, আবার কারো জুড়ছেও।
– এর কিছুদিন পরে আসে হয়তো প্রমিস ডে।
আজ প্রেমিক, প্রেমিকারা একে অপরকে প্রতিশ্রুতি দেবে। আমার মতে তারা সব থেকে মিথ্যে কথাগুলো বলবে এই প্রমিস ডে-তেই। বলবে,‘আমি কোনও দিনও তোমায় ছেড়ে যাব না।’
এ কথা যে বলবে, সে গত বারের ভ্যালেন্টাইন্স ডে-তে একই কথা অন্য কাউকে বলেছিল কিনা কে জানে! যাকে কথা দিয়েও কথা রাখা হয়নি সে কি সত্যিই এ বারের প্রমিস ডের দিনে কারও ‘প্রমিস’ বিশ্বাস করবে?
সে যাই হোক, এটাই একমাত্র শুভ দিন যখন দামি দামি উপহার দিয়ে দেওয়া যায় এক পয়সাও খরচ না করে। কথাতেই তো রয়েছে
‘মুখের কথায় পয়সা লাগে না।’ এক গোছা গোলাপ দিলে শুকিয়ে যাবে, ডায়মন্ড রিং চুরির ভয় রয়েছে। কিন্তু প্রতিশ্রুতি দিন বিনা পয়সায়। শুকিয়ে যাতে না যায় তার যত্ন নিতে পারবেন আপনিই। প্রতিশ্রুতিদাতা ছাড়া আর কেউ তো চুরিও করতে পারে না এই মহাধন।
ভালবাসা আদায় করার জন্য প্রমিস করার সময়ে একদম কার্পণ্য করতে নেই। এক দমে দিয়ে দিন এক গোছা প্রতিশ্রুতি—বিপদের মুখে তোমায় ফেলে চলে যাব না। সুখে-দুখে থাকব তোমার পাশে। যে কোনও মূল্যে তোমায় রাখব সুখে, আনন্দে। সব সময় আমি তোমার প্রতি সত্ এবং বিশ্বস্ত থাকব। আমাদের সম্পর্কের মাঝে কোনও মিথ্যে, ছলচাতুরিকে রাখব না। তোমায় কখনও কষ্ট দেব না। দেব না কোন মানসিক আঘাত ইত্যাদি, ইত্যাদি।
এর থেকে কাউকে যদি সত্যিকারেই ভালোবেসে থাকেন।
তাহলে নিজে নিজে প্রমিস করুন তোমাকে সারাজীবন ভালো রাখার দ্বায়িত্ব আমার।
নিজে ভালো থাকবো বলে নয়।
তোমাকে ভালো রাখবো বলে ভালোবেসেছি।
– এর পরে আসে হয়তো কিস ডে।
খল নায়ক-নায়িকাদের স্পেশাল দিন।
এদিন বো-ধয় কিস না দিতে পারলে প্রেমে লবনহীন তরকারির মতো স্বাধ থাকে না।
তাই এই ডে তে কিস করা তাদের জন্য বাধ্যতামূলক।
– এরপরেই আসে উপন্যাসের শেষ পর্ব- ভ্যালেন্টাইন ডে। যেদিন কোনো মাঠ, ঘাট, অলি, গলি কোনো উদ্যান খালি থাকে না।
সবাই জোড়ায় জোড়ায়।
একটা সময় এসব কোনো ডে ছিল না।
ভ্যালেন্টাইন্স ডে ছিল না।
কিস ডে ছিল না।
চকলেট ডে ছিল না।
ছিল না প্রোপোজ ডেও।
কিন্তু প্রেম ছিল। দুনিয়াকে উলট পালট করা প্রেম ছিল। হুম…খাটি প্রেম ছিল। গভীর ভালোবাসা ছিল। বিশুদ্ধ বিশ্বাস ছিল। একে অপরের প্রতি প্রচণ্ড আস্থা ছিল। নির্ভরতা ছিল। প্রকাশ ছিল কম অথচ অনুভব ছিল সুগভীর।
যুগ পাল্টে গেছে। পাল্টে গেছে মানুষগুলোও। সাথে চিন্তা ধারাও। আধুনিকতার ছোঁয়া লেগেছে আমাদের জীবনে। আর তাই তো এখন ভালোবাসাকে ঘিরে আয়োজন অনেক, যা প্রয়োজনের থেকেও বেশি।
সপ্তাহের সাত বা বছরের প্রতিটি দিন; নির্দিষ্ট কোনো দিন-তারিখ হিসাব করে নয়। বছরের প্রতিটি দিন ভালোবাসার দিন। প্রতিটি সময় ভালোবাসার। ঠিক তেমনি ভালোবাসার দিন ১৪ ফেব্রুয়ারি ধরেও সারাবছর আমরা ভালোবাসায নিমজ্জিত থাকি।
১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস দেখতে দেখতেই আমি হঠাৎ করে বড় হয়ে গেলাম।
এখন আর সে বয়সটা নেই।
টিফিনের টাকাও জমিয়ে রাখিনা, আর বইয়ের ভাজেও গোলাপ রাখিনা।
কারন, আমি বড় না বুঝতে শিখেছি।
ভালোবাসার দিন বা দিবস বলতে নিদিষ্ট কোনো দিন নেই।
সঠিক মানুষকে ভালোবাসতে পারলে।
প্রতিটি দিনই ভালোবাসার দিন।
ভালোবাসা দিবস।
প্রতিটি দিনই তাদের ভ্যালেন্টাইন ডে।
ভালো থাকুক সকল সত্যিকারের ভালোবাসাগুলো।
ভালো থাকুক আমার আপনজনেরা।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed