ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১
জুবায়ের আহমেদ:
মিরপুর টেস্টে ঘুরের দাঁড়ানোর প্রত্যাশা করেছিল স্বাগতিক বাংলাদেশ। কিন্তু উল্টো পরাজয়ের শংকায় পরেছে টাইগাররা। সিরিজ নির্ধারণী মিরপুর টেস্টের ৩য় দিনের ৩য় সেশন পর্যন্ত চালকের আসরে সফরকারী উইন্ডিজ। নিজেরা ৪০৯ রানের বড় সংগ্রহ গড়ার পর বাংলাদেশকে ২৯৬ রানে অলআউট করে দিয়ে ১১৩ রানের লিড নিয়েছে ক্যারিবিয়ানরা।
এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে মিরপুরে সিরিজ জয়ের প্রত্যাশায় টস জিতে ব্যাটিং নেয় উইন্ডিজ। ওপেনার ব্রাফেটের ৪৭, নকরুমাহ বোনারের ৯০, জসুয়া ডি সিলবার ৯২ ও আলজারী জোসেফের ৮২ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ৪০৯ রান করে উইন্ডিজ। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট শিকার করেন তাইজুল ইসলাম ও আবু জায়েদ রাহি। মেহেদী মিরাজ ও সৌম্য সরকার ১টি করে উইকেট শিকার করেন।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেন ২য় টেস্টে হঠাৎ সুযোগ পাওয়া সৌম্য সরকার, সৌম্য চার বলে শুণ্যে ফেরেন। ওয়ানডে সিরিজ ও প্রথম টেস্টে ব্যর্থ হওয়া শান্তও আস্থার প্রতিদান দিতে পারেননি, লাগাতর ব্যর্থতা বজায় রেখেছেন ২ বলে ৪ রান করে ফেরে। তামিম ও মোমিনুল জুটি বেধে দলকে এগিয়ে নিলেও মোমিনুল ২১ ও তামিম ৪৪ রান করে ফিরলে ব্যাটিং বিপর্যয় বাড়ে টাইগারদের। মিথুন ও মুশফিক গতকাল শেষের সময়ে জুটি বেধে অপরাজিত থাকার পর আজ দারুণ শুরু করলেও ৮৬ বলে ১৫ রান করে ফেরেন মিথুন। মুশফিক দূর্দান্ত ব্যাট করে ফিফটি করলেও শেষে কান্ডজ্ঞানহীনের মতো অপ্রয়োজনীয় রিভারসুইপ শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ব্যক্তিগত ৫৪ রানে।
মাত্র ১৫৫ রানে ৬ উইকেট হারানোর পর ফলোঅনের শংকায় পরা টাইগারদের হয়ে লড়াই করেন লিটন ও দাশ ও মেহেদী মিরাজ। দুজনে ৭ম উইকেটে ১২৬ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ব্যক্তিগত ৭১ রানে লিটন ফেরার পর নাইম হাসান দ্রুত ফেরেন। মিরাজ ব্যক্তিগত ৫৭ রানে ফেরেন। শেষে রাহি ১ রানে ফেরেন। ২৯৬ রানে অলআউট হয় বাংলাদেশ। উইন্ডিজের হয়ে ৫ উইকেট শিকার করেন রাকিম কর্ণওয়াল। গাব্রিয়েল ৩ ও জোসেফ ২ উইকেট শিকার করেন।
১১৩ রানের লিড পাওয়া উইন্ডিজ নিজেদের ২য় ইনিংসে ব্যাট করতে নামবে। উইন্ডিজরা বড় সংগ্রহ করে ফেললে মিরপুর টেস্টে পরাজয় চোখ রাঙ্গাবে টাইগারদের, সেক্ষেত্রে জয় তুলে নেওয়ার চেয়েও করাই হবে বাংলাদেশের প্রধান লক্ষ্য। তবে ক্যারিবিয়ানদের অল্পতে গুটিয়ে দিয়ে জয়ের চেষ্টাই করবে স্বাগতিকরা। শেষ পর্যন্ত কি ঘটছে মিরপুর টেস্টে, সমর্থকদের দৃষ্টি এখন সেদিকেই।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed