ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১
স্বপ্ন ঘুড়ি স্পোর্টস ডেস্ক:দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে সফরকারী উইন্ডিজের বিপক্ষে ৩ উইকেটে হেরে কোনঠাসা বাংলাদেশ। আজ থেকে মিরপুরে শুরু হয়েছে সিরিজের ২য় ও শেষ টেস্ট। সিরিজ বাঁচাতে মরিয়া বাংলাদেশ দল টসে হেরে ফিল্ডিং করছে।
প্রথম ম্যাচে জয় পেয়ে উজ্জিবিত থাকা ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা সিরিজ জয়ের স্বপ্নে বিভোর হয়ে টসে জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার ক্রেইগ ব্রাফেট ও জন ক্যাম্পবল এর উদ্বোধনী জুটিতে ৬৬ রান সংগ্রহ করে দূর্দান্ত শুরু করেছে। তাইজুলের বলে লেগ বিফোরের শিকার হয়ে ক্যাম্পবল ফেরার আগে ৬৮ বলে ১ ছয় ও ৫ চারে ৩৬ রানের ইনিংস খেলেন।
৬৬ রানে ১ উইকেট হারানো উইন্ডিজ ১ উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ করার পর ২য় সেশনেও সাবলীল ব্যাট করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ উইন্ডিজের। অধিনায়ক ও ওপেনার ব্রাফেট ৪১ ও মোসলেহ ৭ রান নিয়ে ব্যাট করছেন। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেট শিকার করেন তাইজুল ইসলাম।
বাংলাদেশের একাদশে তিন পরবর্তন আনা হয়েছে আজ। সাকিব, সাদমানের ইনজুরীর কারনে না থাকার পাশাপাশি বাদ দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। একাদশে জায়গা করে নিয়েছেন সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন ও আবু জায়েদ রাহি। উইন্ডিজের একাদশে একটি মাত্র পরিবর্তন আনা হয়েছে। কেমার রোচের পরিবর্তে জায়গা করে নিয়েছেন আলজারি জোসেফ।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed