ঢাকা ১লা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১
স্বপ্ন ঘুড়ি স্পোর্টস ডেস্ক:সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের। ২০১৯ সালে ঘরের মাঠে নবাগত আফগানিস্তানের সাথে টেস্ট হারার পর খর্ব শক্তির উইন্ডিজের বিপক্ষে বিশাল টার্গেট দিয়েও উইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে পরাজয়বরণ করে বাংলাদেশ। শুধুমাত্র প্রথম টেস্টে পরাজয়ই নয়, একই ম্যাচে ইনজুরী আক্রান্ত হয়ে ২য় ইনিংসে ব্যাট-বল করতে পারেননি সাকিব আল হাসান। আঘাত গুরুতর হওয়ায় তিনি ২য় টেস্টের দল থেকেও ছিটকে গেছেন। সাকিবের পরিবর্তে দলে নেওয়া হয় সৌম্য সরকারকে।
এবার সাকিবের পর ইনজুরী আক্রান্ত হয়ে ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম। প্রথম টেস্টের ৪র্থ দিনে আঘাত পাওয়ার পর আঘাত গুরুতর হওয়ায় ২য় টেস্টের দলে রাখা হয়নি সাদমানকে। সাকিব ও সাদমান দুজনেই প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছিলেন। সাকিবের পরিবর্তে সৌম্যকে দলে নেওয়া হলেও সাদমানের পরিবর্তে দলে কাউকে দলভুক্ত করা হচ্ছে না। কেননা আগামীকালই ২য় টেস্টে উইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ঘোষিত ১৮ সদস্যের দলে সাদমান ছাড়াও ওপেনার হিসেবে সাইফ হাসান আছেন কিংবা প্রয়োজনে ওপেনিংয়ে ব্যাট করতে পারেন সৌম্য সরকারও।
আগামীকাল ২য় টেস্টে মিরপুরে সকাল ৯.৩০ ঘটিকায় উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশ জয়লাভ করলে সিরিজ ১-১ সমতায় ড্র হবে। উইন্ডিজ জয়লাভ করলে কিংবা ম্যাচ ড্র হলেও সিরিজ জয়লাভ করবে উইন্ডিজ। সিরিজ পরাজয় এড়াতে প্রাণপ্রণ লড়বে টাইগাররা।
সাকিব আল হাসানের পরিবর্তে একাদশে থাকা প্রায় নিশ্চিত সৌম্য সরকারের। সাদমানের পরিবর্তে ওপেনার সাইফ হাসানেরও সুযোগ হতে পারে একাদশে। তবে সাইফকে না নিয়ে সৌম্যকে ওপেনিংয়ে এনে সাদমানের পরিবর্তে একজন পেসার বৃদ্ধি করাও হতে পারে। সেক্ষেত্রে আবু জায়েদ রাহি একাদশে আসতে পারেন। আবার সাইফকেও একাদশে নিলে তখন প্রত্যাশিত দুটি অর্থাৎ সৌম্য ও সাইফকে নেওয়া ব্যতীত আর কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তবে মুস্তাফিজকে বিশ্রাম দিয়ে আবু জায়েদ রাহিকে একাদশে দেখা যেতে পারে। তাসকিন দীর্ঘদিন পর দলে ফিরলেও একাদশে সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত নয়। পাশাপাশি ওয়ানডে দলে থেকেও ম্যাচ খেলার সুযোগ না পাওয়া মোহাম্মদ মিথুনও সুযোগ পাচ্ছেন না ২য় ম্যাচে, তা প্রায় নিশ্চিতই।
প্রথম ম্যাচে ব্যর্থ হওয়া শান্তকে বাদ দিয়ে ২য়বারের মতো টেস্ট দলে সুযোগ পাওয়া ইয়াসির আলী রাব্বিকেও অভিষেক করানো হতে পারে। সৌম্যকে ২য় পেসার হিসেবে খেলানো হবে নাকি সাইফকে না নিয়ে আরেকজন পেসার একাদশে বাড়ানো হবে, আগামীকালের একাদশে বড় বিষয় হতে পারে এটিই।
চট্টগ্রামের চেয়েও বেশি স্পিনিং উইকেট হয় মিরপুরে। সে হিসেবে মিরপুরেওে স্পিন নির্ভর দলই সাজাতে পারে বাংলাদেশ।
২য় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসাইন শান্ত/ইয়াসির আলী রাব্বি, মোমিনুল হক, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, লিটন দাশ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, মুস্তাফিজুর রহমান/আবু জায়েদ রাহি।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed