ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১
স্বপ্ন ঘুড়ি স্পোর্টস ডেস্ক:সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের। ২০১৯ সালে ঘরের মাঠে নবাগত আফগানিস্তানের সাথে টেস্ট হারার পর খর্ব শক্তির উইন্ডিজের বিপক্ষে বিশাল টার্গেট দিয়েও চলতি সিরিজের প্রথম টেস্টে পরাজয়বরণ করে বাংলাদেশ।
শুধুমাত্র প্রথম টেস্টে পরাজয়ই নয়, একই ম্যাচে ইনজুরী আক্রান্ত হয়ে ২য় ইনিংসে ব্যাট-বল করতে পারেননি সাকিব আল হাসান। আঘাত গুরুতর হওয়ায় তিনি ২য় টেস্টের দল থেকেও ছিটকে গেছেন। সাকিবের পরিবর্তে দলে নেওয়া হয় সৌম্য সরকারকে।
এবার সাকিবের পর ইনজুরী আক্রান্ত হয়ে ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম। প্রথম টেস্টের ৪র্থ দিনে আঘাত পাওয়ার পর আঘাত গুরুতর হওয়ায় ২য় টেস্টের দলে রাখা হয়নি সাদমানকে। সাকিব ও সাদমান দুজনেই প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছিলেন।
সাকিবের পরিবর্তে সৌম্যকে দলে নেওয়া হলেও সাদমানের পরিবর্তে দলে কাউকে দলভুক্ত করা হচ্ছে না। কেননা আগামীকালই ২য় টেস্টে উইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ঘোষিত ১৮ সদস্যের দলে সাদমান ছাড়াও ওপেনার হিসেবে সাইফ হাসান আছেন কিংবা প্রয়োজনে ওপেনিংয়ে ব্যাট করতে পারেন সৌম্য সরকারও।
আগামীকাল ২য় টেস্টে মিরপুরে সকাল ৯.৩০ ঘটিকায় উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশ জয়লাভ করলে সিরিজ ১-১ সমতায় ড্র হবে। উইন্ডিজ জয়লাভ করলে কিংবা ম্যাচ ড্র হলেও সিরিজ জয়লাভ করবে উইন্ডিজ।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed