ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১
স্বপ্ন ঘুড়ি স্পোর্টস ডেস্ক:২০১৭ সালের পর আবারো বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সেবার শুধুমাত্র টেস্ট সিরিজ খেলার বিপরীতে চলতি বছরের শেষের দিকে টি২০ সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার আসার বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রিয় ক্রীড়াভিত্তিক সাইট ক্রিকইনফো।
২০২০ সালে টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসার কথা ছিলো অজিদের। কিন্তু কোভিড ১৯ মহামারির কারনে সে সফর স্থগিত হয়ে যায়। বিসিবি দুই ম্যাচ টেস্ট সিরিজটি এ বছর আয়োজন করতে চাইলেও সময় মেলাতে না পারার কারনে ক্রিকেট অস্ট্রেলিয়া বিসিবির প্রস্তাব নাকচ করে দেয়।
২০২০ সালে বাতিল হওয়া টি২০ বিশ্বকাপ আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই বাংলাদেশে টি২০ সিরিজ খেলতে আসছে অজিরা। বিশ্বকাপের পূর্বে বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ডেরও। সেক্ষেত্রে তিনজাতির টি২০ সিরিজ আয়োজনেরও সম্ভাবনা আছে। ইংল্যান্ডের সাথে খেলা নিশ্চিত হলে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টি২০ ম্যাচ খেলা হবে টাইগারদের।
টি২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ম্যাচ খেলে ৪টিতেই পরাজয়বরণ করে বাংলাদেশ দল। ইংল্যান্ডের সাথে এখনো টি২০ খেলেনি বাংলাদেশ। এই প্রথম ইংল্যান্ডের সাথে ম্যাচ খেলার পাশাপাশি দুই দলের সাথেই প্রথমবারের মতো সিরিজেও মুখোমুখি হবে বাংলাদেশ।
উল্লেখ্য, ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলে যায় অজিরা। সে সিরিজ ১-১ সমতায় ড্র হয়। প্রথমবারের মতো অজিদের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়লাভ করেছিল বাংলাদেশ।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed