ঢাকা ৩রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১
শুভজিৎ রায়, দিনাজপুর:আজ মঙ্গলবার, বেলা সাড়ে এগারোটায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পূর্ব সাইতাড়া উচ্চ বিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরন কর্মসূচি-২০২১ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরে আলোম সিদ্দিকী রানা, রফিকা বেগম,নাসিমা আক্তার, অমুল্য রায় এবং বিকাশ রায়। প্রতি বছরের ন্যায় এবারও অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকদের সহযোগিতায় এলাকার দুঃস্থ জনসাধারণের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে একজন বলেন,” যদিও এবার শীত প্রায় শেষর দিকে, তারপরেও আমরা বিগত বছরের ধারা অব্যাহত রেখেছি। এর কারন হিসাবে ওই ছাত্র বলেছেন,আমরা প্রায় সব বন্ধুরা বর্তমানে বিভিন্ন জায়গায় অধ্যয়নরত এবং অনেকে চাকরীজীবী। তাই শীতের শুরুতে আমরা অনুষ্ঠানটি করতে পারি নাই। এর পরের বছর থেকে অবশ্যই শীতের শুরুতে করার চেষ্টা করা হবে।”
সহকারী শিক্ষক নূরে আলোম সিদ্দিকী রানা বলেন,“ আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই সকল শিক্ষার্থীদের। এভাবেই তারা এগিয়ে যাবে এবং এলাকা ও অত্র বিদ্যালয়ের সুনাম অব্যহত রাখবে।” উল্লেখ্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অফিশিয়াল কাজে ছিলেন তাই তিনি অনুপস্থিত ছিলেন।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed