ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১
জুবায়ের আহমেদ:
বিশ্ব ক্রিকেটের একসময়ের ব্যাটসম্যানদের মূর্তিমাণ আতংকের নাম ছিলেন লংকান গ্রেট মুত্তিয়া মুরালিধরণ। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট ধাপিয়ে বেড়ানো মুরালিধরণ মাত্র ১৩৩ টেস্টে ৮০০ উইকেট শিকার করেছেন। ইনিংসে সর্বোচ্চ ৬৭ বার ৫ উইকেট ও ম্যাচে সর্বোচ্চ ২২ বার ১০ বা ততোধিক উইকেট শিকার করেছেন।
একজন সফল বোলারও যেখানে তার পুরো ক্যারিয়ার জুড়ে দু-চারবার ম্যাচে ১০ উইকেট শিকার করতে পারেন বড়জোর, সেখানে মুরালিধরণ টেস্টে ক্রিকেটে টানা সর্বোচ্চ ৪ ম্যাচে ১০ বা ততোধিক উইকেট শিকার করেন। শুধু একবারই নয়, সর্বোচ্চ ২বার টানা ৪ ম্যাচে ১০ বা ততোধিক উইকেট শিকার করেন তিনি। ২০০১ সালে প্রথম ও ২০০৬ সালে ২য়বারের মতো।
মুরালিধরণ ছাড়া ২য় সর্বোচ্চ ৩ ম্যাচে ১০ বা ততোধিক উইকেট শিকার করেন অজি স্পিনার ক্লারি গ্রিমেট। তিনি ১৯৩৬ সালে এ কীর্তি গড়েছিলেন যা ২০০১ সালে মুরালিধরণ নতুন রেকর্ড গড়ার আগ পর্যন্ত প্রথম রেকর্ড হিসেবে বিদ্যমান ছিলো।
মুরালিধরণ ৪ ও গ্রিমেট ৩ ম্যাচে এমন কীর্তি গড়ার বিপরীতে ২২ বার টানা ২ ম্যাচে ১০ বা ততোধিক উইকেট শিকারের ঘটনা ঘটেছে। কিন্তু ৩ বার পাননি এখন পর্যন্ত আর কেউ।
মাত্র ১৩৩ টেস্টে ৮০০ উইকেট শিকার করা মুরালিধরণ কতটা ভয়ংকর ছিলেন টেস্ট ক্রিকেটে তা উপরোক্ত রেকর্ড দেখেই বুঝা যায়। ২০০১ সালে পরপর চার টেস্টে ১০ বা ততোধিক উইকেট শিকারের সময় ৪ ম্যাচে মুরালিধণ মোট ৪২ উইকেট এবং ২০০৬ সালে ৪ ম্যাচে মোট ৪৩ উইকেট শিকার করেন।
মুরালিধরণ ম্যাচে ১০ উইকেট টানা ৪ ম্যাচে পেলেও ইনিংসে টানা ৫ উইকেট শিকারের রেকর্ডটি কিন্তু মুরালিধরণের নয়, সেটি অস্ট্রেলিয়ান পেসার চার্লি টার্নারের। তিনি ১৮৮৮ সালে টানা ৬ ইনিংসে ৫ বা ততোধিক উইকেট শিকার করেছিলেন। এমন কীর্তিতে মুরালিধরণ আছেন ইনিংসের হিসেবে ৩য় স্থানে। টানা ৪ ইনিংসে ৫ উইকেট শিকার করেন মুরারিধরণ।
এমন আরো ক্রিকেট রেকর্ডস নিয়ে পড়তে স্বপ্ন ঘুড়ির সাথেই থাকুন।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed