ঢাকা ৩রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১
এম এ রসুল সন্দ্বীপি:
স্বপ্নিল আকাশে বর্ণিল বাতাশে সখী আমিও খেলি- প্রেমের গোল্লাছুট,
হৃদয় আনন্দে প্রণয় সুগন্ধে ঘুরছি ওগো শেলি- করতে প্রেম লুট।
নাকের ফুলে কানের দুলে লাগছে তোমায় বেশ-যেন প্রেম নদী,
মাতাল নয়নে দামাল বদনে একটি প্রেমের দেশ- প্রশান্তি নিরবধি।
কোমল পরে গোসল করে সতেজ যদি হই- মিলতো বড়ো সুখ,
দেহের বুকে প্রেমের সুখে তুমি প্রাণের সই- রূপালী চাঁদ মুখ।
কাব্য ডায়েরি:- প্রিয়া কাঁদে বাঁশির সনে
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed