ঢাকা ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১
জুবায়ের আহমেদ
উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ বাংলাদেশের। দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরা সাকিব ৩৯ ও লিটন দাশ ৩৪ রান নিয়ে অপরাজিত আছেন। উইন্ডিজের হয়ে ৩ উইকেট শিকার করেন জোমেল ওয়ারিকান।
টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ভালো শুরু করলেও দলীয় ২৩ রানের মাথায় কেমার রোচের বলে ব্যক্তিগত ১৫ বলে ৯ রান করে বোল্ড হয়ে ফেরেন তামিম। ২য় উইকেট সাদমান ও শান্ত দারুণ ব্যাট করেন। দুজনে ৪৩ রানের জুটি গড়ে এগুতে থাকলেও ব্যক্তিগত ২৫ রানের মাথায় সাদমানের কলে ২য় রান নিতে গিয়ে দ্বিধায় ভূগে দেরি করা শান্ত রান আউট হয়ে ফেরেন। ৫৮ বলে ৩ চারে ২৫ রানের সম্ভাবনাময় ইনিংসের অপমৃত্যু হয় শান্তর ভুলেই।
৬৬ রানের ২য় উইকেট পতনের পর সাদমান ও মোমিনুল জুটি বেধে দলকে এগিয়ে নিলেও ব্যক্তিগত ৯৭ বলে ২ চারে ২৬ রান করে ফেরেন মোমিনুল। মুশফিক ও সাদমান জুটি বেধে লড়াই করেন এবং সাদমান ১২৮ বলে টেস্ট ক্যারিয়ারের ২য় ফিফটি আদায় করে শেষে ১৫৪ বলে ৬ চারে ৫৯ রান করে ফেরেন। সাদমান ফেরার পর সাকিব ও মুশফিক জুটি বাঁধেন। দুজনে ৪র্থ উইকেটে ৫৯ রানের জুটি গড়েন। মুশফিক ৬৯ বলে ৬ চারে ৩৮ রান করে দলীয় ১৯৩ রানের মাথায় ফেরেন। ২০০ রানের মধ্যেই ৫ উইকেটে ফেলে দিয়ে উইন্ডিজের পেসাররা বাংলাদেশকে চাপে ফেলতে চাইলেও তৃতীয় সেশনের শেষের দিকে ৫ম উইকেটে সাকিব ও লিটন আর কোন বিপর্যয় ঘটতে দেননি। দুজনে ৪৯ রানের জুটি গড়ে আজ প্রথম দিন শেষ করেন। সাকিব ৯২ বলে ৪টি চারে ৩৯ ও লিটন ৫৮ বলে ৬ চারে ৩৪ রান করে অপরাজিত আছেন।
উইন্ডিজের হয়ে ৩টি উইকেট শিকার করেন জোমেল ওয়ারিকান। ১ উইকেট শিকার করেন কেমার রোচ। আগামীকাল ২য় দিনে নিজেদের লক্ষ্য বড় করতে ব্যাট করতে নামবে বাংলাদেশ। বাংলাদেশের একাদশে জায়গা করে নিয়েছে দুই অলরাউন্ডার স্পিনার সহ মোট চার স্পিনার। একমাত্র পেসার হিসেবে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed