ঢাকা ২৮শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১
তামজিদ মাহমুদ সিয়াম:
মৃত্যু ভাবনায় নিমগ্ন যাহারা ক্ষুধার তাড়নায় নিশ্চুপ,
রবকে চাহি তাকিয়ে তাহারা অক্ষিজল বেয়ে ভেজে রুপ,
তাহারা সবাই নিশ্চুপ! জগদ্বাসী মোরা ক্রোড়ির পিছু ভুলিয়াছি তাহারা মানব,
ভেদ করিয়া বানিয়েছি নিচু আদতে আমরা দানব!
মোদের নাই কো ক্ষুধার তাড়না জমিয়েছি শুধু সুখের প্রেরণা,
রাজ্যের মাঝে খরার মোহনা ভালোগণ অব ভুখারী দেখে না।
ভুখারী তরুণ কাঁদতে কাঁদতে কহে- ওহে শিক্ষিত!
কোন দীক্ষায় হয়েছিশ তোরা রেখাহীন নিরক্ষ?
কোন বইগুলো শিখিয়েছে তোদের মানব হতে পরোক্ষ?
আমি কহি,তপ্ত মিশ্রিত কণ্ঠে- হয়েছি মোরা কড়ির গোলাম কড়িই হয়েছে মোদের প্রাণ,
মানবে মানব চিনি না অব জ্ঞান নহে কড়িই মোদের জান।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed