ঢাকা ২৮শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১
বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের তিন নাম্বার পজিশনের ব্যাটিংয়ে দূর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। সৌম্য সরকারও এই পজিশনে খেলেছেন দীর্ঘদিন। দুই পরীক্ষিত ব্যাটসম্যানকে টপকে অনভিজ্ঞ শান্তকে নিয়েই উইন্ডিজ সিরিজের তিন নাম্বার পজিশনে বাজি রাখে বাংলাদেশ দল। কিন্তু পারেননি শান্ত। ব্যর্থতার পরিচয় দিয়ে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন। তিন ওয়ানডে ম্যাচে ১, ১৭, ২০ রান করেছেন মাত্র। ঘরের মাঠে উইন্ডিজের ২য় সারির দল পেয়েও জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন। ৮ ওয়ানডে ম্যাচের ক্যারিয়ারে শান্তর রানসংখ্যা মাত্র ৯৩, সর্বোচ্চ ২৯।
ওয়ানডের মতো টেস্টে কিংবা টি২০ ফরম্যাটেও এ পর্যন্ত জ্বলে উঠতে পারেননি শান্ত। ৪ টেস্ট ম্যাচে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ৭১ রানের ইনিংস সহ শান্তর রানসংখ্যা ২০১। ২ টি২০ ম্যাচে করেছেন মাত্র ১১ রান।
শান্ত প্রতিভাবান ব্যাটসম্যান, ভবিষ্যত বাংলাদেশ দলের কান্ডারী হতে পারে সে, তার সামর্থ্য নিয়ে সন্দেহ নেই। কিন্তু তাকে সব ফরম্যাটে খেলাতে গিয়ে কোন ফরম্যাটেই তার থেকে সেরাটা আদায় করা সম্ভব হচ্ছে না, ম্যানেজমেন্ট এই বিষয়টি বুঝতে পারেনি। টেস্টে শান্ততে নিয়মিত খেলিয়ে জাতীয় দলে পাকাপোক্ত করার চেষ্টাটাই হতো দূর্দান্ত। কিন্তু ওয়ানডে দলে খেলিয়ে এখন ব্যর্থ হওয়ার ফলে টেস্ট সিরিজেও চাপে থাকবে শান্ত।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed