ঢাকা ৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১
আল মামুন:
লোভী মন সারাক্ষণ——-খোঁজে ধন-রাশি,
নীতি বোধ করে রোধ—– লোভে যায় ভাসি।
নাহি মানে মনে প্রাণে ——–বিধি বিধাতার,
লুটে পুটে খায় কুটে ——– করে চুরমার।
আপপর দিনভর———- ঠকা নানা ছলে,
মিষ্টি কথা যথা তথা ——–স্বার্থ থাকে মূলে।
ধন তরে নিচু করে ———–নিজ নিজ মাথা,
রক্ত চোষা বন্য পোষা ——-খায় শুধু যাতা।
মিথ্যা বলে নানা ছলে ——–মুখে রাখে হাসি,
হীনতর দীনতর —————কাজ করে ঠাসি।
ছলচাতুরী বাহাদুরী ————হৃদে নিয়ে ঘুরে,
মিষ্টি কথা যথা তথা——— পথ পেলে ছুড়ে।
বহুমনু দেয় তনু———– লালসার জলে,
ধীরে ধীরে ডুবে তীরে ——যাতনার ফলে।
নিজ স্বার্থ হলে ব্যর্থ ———করে গুম খুন,
অপরাধে পড়েফাঁদে ——-মাখে কালিচুন।
তিলে তিলে খেলে গিলে——– পর ধন কড়ি,
হিসাবের খাতা ঢের——– দেখো আজ পড়ি।
পালাবার নাহি দ্বার———– ডুবে আঁখি জলে,
নিবে তুলে দিবে ঝুলে———— নরকের গলে।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed