ঢাকা ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১
জুবায়ের আহমেদ:
২০১১ সালের বিশ্বকাপ এশিয়ার তিন দেশ ভারত, শ্রীলংকা ও বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার পর ২ বিশ্বকাপ বিরতি দিয়ে আবারো এশিয়ায় ফিরছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এবার তিন দল নয়। ২০২৩ সালের বিশ্বকাপের একক ভাবে আয়োজন করছে ভারত।
উপমহাদেশের উইকেটে স্পিনারদের আধিপত্য থাকে, তা হোক দ্বিপক্ষীয় সিরিজ কিংবা আইসিসির কোন টুর্নামেন্টই। বিসিবি উইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে ২০২৩ বিশ্বকাপের কথা মাথায় রেখে দল ঘোষণা করেছে, যেখানে কোন বিশেষজ্ঞ স্পিনার/লেগ স্পিনার নেই। দলে রেখেছে অনেক পেসার। যদিও স্পিনার হিসেবে আছে সাকিব, মিরাজ, মেহেদী হাসান। তবে এশিয়ায় বিশ্বকাপ হিসেবে একজন বিশেষজ্ঞ লেগ স্পিনারের প্রয়োজনটা এ পর্যন্ত অনুধাবন করতে পারেনি বিসিবি। ফলে চলতি সিরিজে ২০২৩ বিশ্বকাপের বিবেচনায় ১৮ সদস্যের ওয়ানডে দলে পেস অলরাউন্ডার সাইফুদ্দিন সহ ৭ পেসার রাখলেও দলে রাখা হয়নি কোন বিশেষজ্ঞ স্পিনারকে।
দলে তরুণদের সুযোগ দেয়া স্বাভাবিক বিষয়। বর্তমান বাংলাদেশ দলে পেস বোলিংয়ে মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, আবু জায়েদ রাহি, ইবাদাত হোসেনরা আছেন। ইয়াসিন আরাফাত মিশুকে গত বছর জাতীয় দলে নেওয়া হলেও অভিষেক করানো হয়নি। সেই সাথে বর্তমানে দলে নেওয়া হয়েছে হাসান মাহমুদ, শরিফুল ইসলামকে। হাসান কিংবা শরিফুলরা দূর্দান্ত হলেও উপমহাদেশের বিশ্বকাপকে সামনে রেখে কেনো পেস বোলিংকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কিংবা পেসারদের গড়ে তোলা স্বাভাবিক বিষয় হলেও বিশেষজ্ঞ লেগ স্পিনার গড়ার জন্য বিসিবির সুস্পষ্ট কোন ভাবনা কেনো নেই তা বোধগম্য নয়।
লেগ স্পিনারের আকালের দেশে ব্যাটিং অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব বিশেষজ্ঞ লেগ স্পিনার হিসেবেই জাতীয় টি২০ দলে খেলছেন। দারুণ করছেন তিনি। সর্বশেষ দুইটি লীগে ভালো করতে না পারলেও যেহেতু সে জাতীয় টি২০ দলে আছে নিয়মিত, সেহেতু খর্ব শক্তির উইন্ডিজ দলে তাকে বিবেচনা করা প্রয়োজন ছিল।
উইন্ডিজের সাথে খেলা সর্বশেষ ম্যাচের একাদশ নিয়ে কথা বলতে গেলে বলা যায়, একাদশে মিরাজের জায়গায় একজন বিশেষজ্ঞ লেগস্পিনার হলে দূর্দান্ত হতো। ওয়ানডেতে মিরাজের ভূমিকা কি তা স্পষ্ট নয়। টেস্ট দলের জন্যই পারফেক্ট মিরাজ। ওয়ানডে দলে থাকলেও তাকে অনেক ভালো করতে থাকতে হবে। একজন বিশেষজ্ঞ স্পিনারকে সুযোগ না দিয়ে মিরাজকে সুযোগ দেয়া সঠিক সিদ্ধান্ত নয়।
লেগ স্পিনার হিসেবে আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ হোসাইন, মিনহাজুল আবেদীন আফ্রিদি আছেন আলোনায়। এই তিনজনের মধ্যে আমিনুল টি২০ ম্যাচে খেলছে নিয়মিত। দূর্দান্তও করছে সে। এখন থেকেই যদি ২০২৩ বিশ্বকাপ দল নিয়ে ভাবা হয়, তাহলে পেসারদের পাশাপাশি কন্ডিশন বিবেচনায় বিশেষজ্ঞ লেগস্পিনার গড়ার কাজটা বিসিবিকে করতে হবে। এছাড়া ২০২৩ বিশ্বকাপে বড় সফলতা পাওয়া বেশ দুষ্কর হবে বাংলাদেশের জন্য।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed