ঢাকা ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১
সরোয়ার উদ্দিন নিরব:
জীবন যাপন করতে প্রত্যেক মানুষের সব চেয়ে বেশি যা প্রয়োজন তা হলো আমাদের পারিবারিক শিক্ষা। কারণ আমরা সভ্যতা ভদ্রতা নৈতিকতা কৃতজ্ঞতা বোধ একে অপরের প্রতি শ্রদ্ধা-স্নেহ পরোপকার উদার মনের মানসিকতা এই গুলো প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে তেমন অর্জন করা যায় না। শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়া লেখা করে শিক্ষিত হতে পারলেও সুশিক্ষাটা পারিবারিক শিক্ষা থেকে হতে হয়।
বাংলায় একটা প্রবাদ আছে আম যদি মিষ্টি হয়, তাহলে তার আটিও মিষ্টি হবে, অর্থাৎ আদর্শ পরিবারের সন্তান আদর্শ সন্তান হবে। সন্তানের জন্ম হওয়ার পর থেকে পরিবার তাকে যে শিক্ষা দিবে ধাপে ধাপে সে শিক্ষায় সামনের দিকে অগ্রসর হবে। তাই একজন আদর্শ মানুষ হিসেবে সন্তানকে সু-সন্তান গড়ার জন্য পিতা-মাতা ও পরিবারের সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আপনার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে কি করছে এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। তা না হলে, হতে পারে আপনার সন্তান মাদকাসক্ত সন্ত্রাসী চাঁদাবাজ সমাজের কলঙ্ক। ঘরের পরিবেশ ভালো বলেই যে সন্তান সভ্য ভদ্র ও আদর্শবান হবে তা ঠিক নয়। সন্তান কাদের সঙ্গে মিশে বন্ধুত্ব করে সেদিকেও দৃষ্টি রাখতে হবে।
কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। তাই সন্তানের উপর লক্ষ্য রাখতে হবে সন্তান কাদের সাথে চলাফেরা করছে কি করছে। শিক্ষিত হওয়ার জন্য যেমন একাডেমিক শিক্ষার প্রয়োজন তেমনি সন্তানকে সুস্থ মানসিকতার ধারক-বাহক করার জন্য সভ্যতা ভদ্রতা নৈতিকতা ও কৃতজ্ঞতা প্রকাশ করার মত মনের অধিকারী গড়ে তুলতে হবে। মানসিক বিকাশ নৈতিক চরিত্র গঠনে পরিবারের ভূমিকা অপরিসীম। পরিবার থেকেই শিশু বা সন্তান প্রাথমিক শিক্ষা লাভ করে। সমাজ বিজ্ঞানীদের দৃষ্টিতে পরিবার হচ্ছে সমাজ জীবনের ভিত্তি প্রস্তর। পরিবারকে সমাজ দেহের হার্টের সাথে তুলনা করা চলে। এই হার্ট যদি দুর্বল বা বিকল হয়ে পড়ে তাহলে পুরো সমাজ ব্যবস্থায় বিকল হয়ে যাবে।
লেখক
শিক্ষার্থী
ছোট দারোগারহাট তাহের মঞ্জুর কলেজ
সীতাকুন্ড চট্টগ্রাম
সদস্য
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম
nirobremon152@gmail.com
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed