ঢাকা ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১
আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরেই নির্বাচন প্রার্থীদের চলছে নানা প্রচার-প্রচারণা। জোরে মাইক বাজিয়ে, দলবল নিয়ে রাস্তায় রাস্তায় মিছিল আর লিফলেট বিতরণ, বৈদ্যুতিক খুটিতে পোস্টার এবং ব্যানার টাঙানোর মাধ্যমেই চলছে নির্বাচন প্রচারণা। যার ফলে ঘটছে পরিবেশ দূষণ। জোরে মাইক বাজানোর ফলে শব্দ দূষণের পরিমাণ বেড়ে যাচ্ছে। যেসব লিফলেট হাতে হাতে বিতরণ করা হচ্ছে সেসব লিফলেট পড়ে থাকে নগরীর রাস্তা,ফুটপাত আর ড্রেনে। বৈদ্যুতিক খুটিতে টাঙানো ব্যানার বা পোস্টার সরানো হয় না নির্বাচন শেষেও। পরবর্তীতে সেসব ব্যানার বা পোস্টার লটকে থাকে বৈদ্যুতিক তারের সাথে বা পড়ে থাকে রাস্তা, ফুটপাত আর আর ড্রেনে। যার ফলে সাধারণ জনগণের হাটাচলা করতে সমস্যা হয় এবং ড্রেনে পতিত হওয়ার কারনে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আবার দলবল নিয়ে মিছিল বের করার দরুন নির্দিষ্ট কিছু রাস্তার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ক্ষণিকের জন্য। ফলে ট্রাফিকজ্যামে আটকে পড়ে ভোগান্তি পোহাতে হয় জনগণকে।
সবশেষে বলা যায়, সাধারণ জনগণের উপকারের জন্যই নেতা। কিন্তু সেসব নেতারা যদি ক্ষমতায় আসার জন্য জনগণকে ভোগান্তিতে ফেলে দেয় তবে সেসব নেতা এবং নির্বাচন কখনোই মঙ্গলকর হবে না।
মুন্সী মুহাম্মদ জুয়েল
দর্শন বিভাগ
চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed