ঢাকা ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১
জুবায়ের আহমেদ:
হাসান মাহমুদ নামটা বাংলাদেশে বেশ বিখ্যাত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান তথ্য মন্ত্রীর নাম হাসান মাহমুদ। এই নামে বেশ জনপ্রিয় সাংবাদিকও আছে বাংলাদেশে। ক্রিকেটাঙ্গনে বাংলাদেশ অ-১৯ দলের হয়ে পারফর্ম করেই আলোচনায় থাকা পেসার হাসান মাহমুদ গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ ম্যাচ দিয়ে জাতীয় দলে আসার পর সর্বশেষ দুটি লীগে দূর্দান্ত পারফর্মে জাতীয় ওয়ানডে দলে জায়গা করে নিয়েই বাজিমাত করেছেন। শুরু থেকে খরুচে বোলিং করলেও নিজের জাত চিনিয়ে ৬ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন। পরপর দুই বলে দুই উইকেট শিকার করে হ্যাট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন তরুণ এই পেসার। বল হাতে নিজে জ্বলে উঠেছেন এবং দলও ৬ উইকেটের জয় তুলে নিয়েছে। সবমিলিয়ে অসাধারণ শুরু হয়েছে তরুণ পেসারের। হাসান মাহমুদ নামটা ক্রিকেটাঙ্গনেও জনপ্রিয়তার অপেক্ষায়। শুরুটা হয়েছে আজ উইন্ডিজ বধে ৩ উইকেট শিকারের মাধ্যমেই।
মিরপুরে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় টাইগার অধিনায়ক তামিম ইকবাল। শুরু থেকেই জ্বলে উঠেন মুস্তাফিজুর রহমান ও সাকিব। সাকিব-মুস্তাফিজের দূর্দান্ত বোলিংয়ে খেই হারিয়ে ফেলা উইন্ডিজ অভিষিক্ত মেয়ার্স ও পাওয়েলের ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখলেও অভিষিক্ত পেসার হাসান মাহমুদের জোড়া আঘাতের মাধ্যমে লড়াকু সংগ্রহের সম্ভাবনা শেষ হয়ে যাওয়া উইন্ডিজ শেষে ৩২.২ ওভারে মাত্র ১২২ রানে থামে অলআউট হয়। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন অভিষিক্ত কাইল মেয়ার্স। ২৮ রান করেন রবম্যান পাওয়েল।
বাংলাদেশের হয়ে সাকিব ৭.২ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। মুস্তাফিজ ৬ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। হাসান মাহমুদ ৬ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। মেহেদী হাসান ৭ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট শিকার করেন।
১২৩ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে লিটন ও তামিম ৪৭ রানের জুটি গড়লেও লিটন ১৪, তিনে নামা শান্ত ১, সাকিব ১৯ ও তামিম ৪৪ রান করে ফেরার পর মুশফিক ১৯ ও রিয়াদ ৯ রান করলে ৩৩৫. ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। এটি উইন্ডিজের সাথে বাংলাদেশের টানা ৫ম ওয়ানডে জয় এবং দেশকে নেতৃত্ব দিয়ে অধিনায়ক তামিমের প্রথম জয়।
বল হাতে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট শিকারের পর ব্যাট হাতে ১৯ রান করা সাকিব আল হাসান ম্যাচসেরা হয়েছেন। এই ম্যাচের মাধ্যমে ঘরের মাটিতে ১০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দীর্ঘদিন পর জাতীয় দলে রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে সাকিব আল হাসানের।
এ জয়ের ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিক বাংলাদেশ। সেই সাথে আইসিসি মেন্স ওয়াল্ড কাপ সুপার লীগে দারুণ সূচনা টাইগারদের। ১ ম্যাচে ১ জয় দিয়েই ১০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৪র্থ স্থানে। ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed