ঢাকা ১লা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১
কোভিড ১৯ মহামারিতে বিপর্যস্ত পৃথিবী। ২০১৯ সালের শেষের দিকে চিনের উহান শহর থেকে সারা বিশ্বে ছড়িয়ে পরা এই ভাইরারের ভ্যাকসিক আবিষ্কার নিয়ে বেশ দূর্ভোগ পোহাতে হলেও ইতিমধ্যেই আবিষ্কৃত ভ্যাক্সিন অনেক দেশে মানব দেহে প্রয়োগ শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই ভ্যাক্সিন প্রয়োগ শুরু হয়েছে। সেখানে থাকা বাংলাদেশীরাও ভ্যাক্সিন নিচ্ছেন। ভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া ইউনিয়নের জয়নগর গ্রামের মোঃ ফজলুল কাদের চৌধুরীর ছোট ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী ও Popeyes Louisiana Kitchen রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার জাভেদ কাদের চৌধুরী।
জাবেদ কাদের চৌধুরী স্বপ্ন ঘুড়িকে জানান, টিকা নিতে পেরে ভালো লাগছে। গত এক বছর যে অস্থির পরিস্থিতিতে সময় কেটেছে। এখন টিকা আবিষ্কার ও মানব দেহে প্রয়োগ শুরু হয়েছে বিধায় আশা করছি দ্রুতই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ব্যক্তিগত ভাবে আমি টিকা নিতে পেরে খুশি। ডাক্তার বলেছিল হাতে ব্যথা ও জ্বর আসতে পারবে। তবে আলহমাদুলিল্লাহ এখন পর্যন্ত আমি সম্পূর্ণ সুস্থ আছি।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed