ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১
তাসফীর ইসলাম (ইমরান):এমন জীবন তুমি করিবে গঠন মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সকল সার্ভে জাতিকে এমনি এক মৃত্যু উপহার দিয়ে গেছেন কেন্দ্রীয় আইডিএসইবির চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির তুষার।
গতকাল স্ট্রোক হয়ে ঢাকার একটি হসপিটালে মৃত্যুবরন করেন সার্ভে জাতির এই অভিভাবক। তার এই অকাল মৃত্যুতে পুরো সার্ভে জাতিতে নেমে আসে শোকের ছায়া।
তিনি বাংলাদেশ ভূমি মন্ত্রানালয়ে উপ সহকারী সেটেলমেন্ট অফিসার (কানুনগো) নন- ক্যাডার অফিসার পদে কর্মরত অবস্থায় ছিলেন।
তার দেশের বাড়ি পটুয়াখালী বাউফল উপজেলাতে। বাউফল উপজেলার কৃতী সন্তান তুষার। আজ তাহার দেশের বাড়িতেই তাহার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।
হয়তো এই আইডিএসইবি একদিন অনেক দূর এগিয়ে যাবে, সংগঠনের সফলতার মুকুটে নতুন নতুন পালক যুক্ত হবে। দিশেহারা জাতির ভাগ্য পরিবর্তিত হবে, দশম গ্রেড, পদবী পরিবর্তন, নিয়োগবিধি প্রণয়ন সবকিছুই একদিন হবে হয়তো। সেদিন এ জাতির নবাগত সন্তানেরা হয়তো আপনাকে চিনতে পারবে না। কিন্তু আপনি যে সহযোদ্ধাদের নিজ হাতে গড়ে তুলেছেন, আজকের আইডিএসইবির সকল নেতা কর্মীর অন্তরে আপনি সেদিনও চীরভাস্বর হয়ে থাকবেন। সেদিন মনে হবে জাতির প্রতিটি সফলতার নেপথ্যে একটি অবিসংবাদিত নাম। দ্যা গ্রেট লিজেন্ড, আওয়ার প্রাইড ওয়ান এন্ড অনলি হুমায়ুন কবির তুষার। যার হাত ধরে শুরু হয়েছিল ঐতিহাসিক রেনেসাঁ। যবনিকা টানার সময় আর হলো না, নক্ষত্রের বিদায় এভাবেই হয়।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed