ঢাকা ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১
মোঃমাজেদুল ইসলাম মাজেদ:
বর্তমান বিশ্বে ক্রিকেট ও ফুটবল এক জনপ্রিয় খেলার নাম। প্রযুক্তির উন্নয়নে এসব খেলা এখন টেলিভিশন এর পর্দায় কিংবা অনলাইনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। প্রযুক্তির এই উৎকর্ষতা যেন জুয়ারিদের জীবন কে করছে ঝুঁকিমুক্ত। তারা এখন প্রকাশ্য দিবালোকেই জুয়া খেলতেছে হরহামেশা। আর এ জুয়া খেলার আসরগুলোর মধ্যে একটা বড় মাধ্যম হলো সেলুনের দোকানগুলো। বিভিন্ন মাধ্যমে সরাসরি সম্প্রচারকৃত ক্রিকেট ও ফুটবল খেলাকে কেন্দ্র করে জুয়ারিরা চুল কাটার নামে সেলুনের দোকানগুলোতে গড়ে তুলেছে জুয়ার আড্ডাখানা। ক্রিকেট খেলায় তারা প্রতি ম্যাচে, ওভারে এমনকি প্রতি বল এ বাজি ধরে হাজার হাজার টাকা। আর এভাবে প্রতিনিয়ত জুয়াখেলার টাকা সংগ্রহ করতে অনেকে যুক্ত হচ্ছে চুরি, ডাকাতি, ছিনতাই-রাহাজানির মতো অপরাধে। ফলে পরিবারে নেমে আসে অশান্তির কালোছায়া।
বর্তমানে করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো বন্ধ থাকায় কম বয়সি কিশোরেরা ও, অসৎ সঙ্গের ফলে এর সাথে যুক্ত হচ্ছে বিপুলসংখ্যক। কিন্তু এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। তাই পুলিশ প্রশাসনকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। সেই সাথে পরিবারকেও ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছেলেরা কোথায় যায়, কী করে তা প্রতিটি পরিবারের অভিভাবকদের অবশ্যই খোঁজ রাখতে হবে। নতুবা করোনা মহামারির মতো এটিও ধীরে ধীরে একটি বড় সুপ্ত সামাজিক মহামারির রূপ ধারন করবে বলে আমি মনে করি।
শিক্ষার্থী:
ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও
রসায়ন বিভাগ, ২য় বর্ষ
০১৭৬৮৮৮৯৩৯৬
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed