ঢাকা ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১
স্বপ্ন ঘুড়ি স্পোর্টস ডেস্ক:অস্ট্রেলিয়ার মাটিতে প্রায় আড়াই মাসের সফরে আছে ভারত দল। টি২০ ও ওয়ানডে সিরিজ শেষে চার ম্যাচ টেস্ট সিরিজে ১-১ সমতা এখন। ৩য় ম্যাচ ড্র হওয়ায় শেষ ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। চতুর্থ ম্যাচের আগে ইনজুরীতে ভারতের একাধিক খেলোয়ার, যারা একাদশে থাকার দাবীদার।
ইনজুরীর কারনে সিরিজ থেকে ইতিমধ্যে ছিটকে গেছেন মোহাম্মদ শামি, ওমেদ যাদব ও লোকেশ রাহুল। তৃতীয় টেস্টের সময় চোট পেয়েছেন রবিন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ ও হনুমা ভিহারী। চোটগ্রস্থতার কারনে ৪র্থ টেস্টে একাদশ সাজাতেই যেনো হিমশিম খেতে হবে ভারতকে।
ইনজুরীর কারনে দলের এই দূর্দশা দেখে প্রয়োজন হলে জাতীয় দলে ফিরতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন বিরেন্দ্র সেবাগ। টুইটার একাউন্টে সেবাগ লেখেন-‘এতজন খেলোয়াড় ইনজুরিতে। যদি একাদশ সাজানো না যায়, তাহলে আমি অস্ট্রেলিয়া যেতে রাজি আছি। কোয়ারেন্টাইনের বিষয়টা দেখা যাবে।’
একের পর এক চোটের কারনে ক্রিকেটাররা সিরিজ থেকে ছিটকে যাওয়ায় সেবাগ মূলত মজা করেই এমনটি লেখেছেন।
উল্লেখ্য, শুক্রবার ব্রিসবেনের গ্যাবায় শুরু হবে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচ। সিরিজের তিন ম্যাচ শেষে বিরাজ করছে ১-১ সমতা। শেষ ম্যাচে জয়ী দল সিরিজ জয়লাভ করবে, আর ম্যাচ ড্র হলে সিরিজও ১-১ সমতায় ড্র হবে।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed