ঢাকা ১লা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১
কোলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপাখ্যাত নোবেল সম্প্রতি আলোচনায় ছিলেন গান ও ব্যক্তিগত কর্মকান্ডের কারনে। অল্প সময়েই ফ্যানবেজ তৈরী সহ আলোচনায় আসা নোবেল এবার গান ছাড়ার ঘোষণা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে।
সোমবার মধ্যরাতে নোবেল লেখেন-
‘এগারোটা মাস দুই বাংলার মানুষকে বিনোদন দেওয়ার প্রতিদান তোমরা ভালোই দিলে আমাকে। মাত্র ২৩ বছর বয়সে বিয়ে করে, সংসার এবং চার দেয়ালের চাপে কিছু ভুল স্টেটাস দিয়েছি। এই তো আমার দোষ। ভাবছি গান-বাজনা ছেড়েই দেব। এতেই তো তোমরা খুশি? তবে তা-ই হোক। ভালো থেকো বাঙ্গালী।’
নোবেল অবশ্য পোষ্টটি ডিলেট দিয়েছেন পরবর্তীতে। তবে গান ছাড়ার পেছনে মানুষের সমালোচনাই যে বড় কারন তা স্পষ্ট ছিলো নোবেলের লেখনির মাঝেই।
নোবেলের গায়কীর প্রশংসা করেছেন আসিফ আকবর সহ অনেক গুণি শিল্পী। নোবেলের কন্ঠ ও গায়কী নিয়ে কোন মন্তব্য না থাকলেও ব্যক্তিগত কর্মকান্ডের কারনে সমালোচিত নোবেল। অভিমান ভুলে সব ভুল শুধরে গানেই মনযোগী হবেন নোবেল, ভক্তদের অনেকেই সে প্রত্যাশা করছেন।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed