ঢাকা ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১
সিডনি টেস্টে ৪০৭ রানের বিশাল লক্ষ্যে জয়ের জন্য লড়ছে ভারত। ৪র্থ উইকেটে পূজারা ও প্যান্টের ব্যাটে জয়ের ভীত গড়া ভারত জয়ের স্বপ্ন নিয়ে লড়লেও রিসভ প্যান্ট ৯৭ ও তৎপর পূজারা ৭৭ রান করে ফিরলে ফিকে হয়ে যায় ভারতের জয়ের স্বপ্ন। উইকেটে থাকা বিহারী ও অশ্বিনের পর ব্যাটিংয়ের অপেক্ষায় থাকা রবিন্দ্র জাদেজাই এখন ভারতের শেষ ভরসা।
১-১ সমতায় থাকা সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়ে স্মিথের ১৩১ ও লাবুশেনের ৯১ রানের সুবাদে ৩৩৮ রান করে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ৪ উইকেট শিকার করেন জাদেজা। জবাবে গিলের ৫০, পূজারার ৫০, প্যান্টের ৩৬ ও জাদেজার ২৮ রানের সুবাদে ২৪৪ রান করে ভারত। অজি পেসার কামিন্স ৪ উইকেট শিকার করেন।
৯৪ রানে এগিয়ে থেকে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে লাবুশেনের ৭৩, স্মিথের ৮১ ও গ্রীণের ৮৪ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ৩১২ রান করে অজিরা ইনিংস ঘোষণা করলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪০৭ রানের।
বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ ৫ম ও শেষ দিকে জয়ের জন্য লড়ছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৮৮ রান। জয়ের জন্য ৩১ ওভারে ১১৯ রান প্রয়োজন। আর ড্র করতে গেলেও ৩১ ওভার ব্যাট করতে হবে ভারতের। জয়ের ভীত গড়ে দেওয়া প্যান্ট ৯৭ রান করে শতক বঞ্চিত হন। শতকের দিকে এগুতে থাকা পূজারাও ৭৭ রান করে ফেরেন। অজিদের হয়ে ২টি করে উইকেট শিকার করেন লায়ন ও হ্যাজেলউড।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed