ঢাকা ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১
কোনো তীব্র যন্ত্রনায় মস্তিষ্ক যখন স্তব্ধ,
অসহ্য রাগের মুহূর্তে নিষ্কৃয় যখন চিন্তাশক্তি,
অথবা শতকষ্টে তিলেতিলে যখন হৃদয়ের মৃত্যু হয়,
তখন নিজেকে জীবিত দাবি করতে পারি না।
নয়নতারায় অশ্রুজল টলমল,
‘অসমাপ্ত স্মৃতিগ্রন্থে’র পৃষ্ঠা উলটে ধীর গতিতে,
হাসি মাখা দিনগুলোর যখন অকাল মৃত্যু হয়,
তখন নিজেকে জীবিত দাবি করতে পারি না।
বিকেলবেলা চায়ের কাপে,
কিংবা কোনো মধ্যরাতে
‘একাকীত্ব হাহাকার প্রান্তর’-এ,
টগবগে স্বপ্নগুলোর যখন মর্মান্তিক মৃত্যু হয়,
তখন নিজেকে জীবিত দাবি করতে পারি না।
একি আত্মহত্যা?
নাকি কোনো নীরব ঘাতকের পরিকল্পিত হত্যা!
অপু পাটোয়ারী
কবি নজরুল কলেজ ঢাকা ২১.১১.২০১৭
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed