ঢাকা ৬ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১
জুবায়ের আহমেদ:
সিডনিতে চার ম্যাচ টেস্ট সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়ে অজিদের দেওয়া ৪০৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ ৪র্থ দিন শেষে ২ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ ভারতের। পূজারা ৯ ও রাহান্যে ৪ রান নিয়ে ব্যাট করছেন। আগামীকাল ৫ম ও শেষ দিনে জয়ের জন্য ৮ উইকেট হাতে নিয়ে ৩০৯ রান প্রয়োজন ভারতের।
সিডনিতে টসে জিতে ব্যাট করতে নেমে লাবুশেরে ৯১ ও স্মিথের ১৩১ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ৩৩৮ রান করেছিল স্বাগতিক অজিরা। ভারতের হয়ে ৪ উইকেট শিকার করেন রবিন্দ্র জাদেজা।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুভমান গিল ও রোহিতের মধ্যকার ৭০ রানের উদ্বোধনী জুটির পরও অজি বোলিং তোপে পরে ২৪৪ রানে থামে ভারতীয় ইনিংস। গিল ৫০ ও পূজারা ৫০ রানের ইনিংস খেলেন। ৩৬ রান করেন রিসভ প্যান্ট, রোহিত ২৬ রান করেন। ২৮ রান করে অপরাজিত থাকেন জাদেজা। অজি পেসার কামিন্স ৪ উইকেট শিকার করেন।
৯৪ রানে এগিয়ে থেকে নিজেদের ২য় ইনিংসে ব্যাট করতে নেমে স্মিথের ৮১, লাবুশেনের ৭১, ক্যামেরণ গ্রীণের ৮৪ রান ও টিম পেইনের ৩৯ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ৩১২ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ২টি করে উইকেট শিকার করেন।
৪০৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। দুজনে ৭১ রানের দূর্দান্ত জুটি গড়ার পর ৬৮ বলে ৪ চারে ৩১ রান করে ফেরেন গিল। ৯৮ বলে ১ ছয় ও ৫ চারে ৫২ রান করে ফেরেন রোহিত। ৩য় উইকেটে পূজারা ও রাহান্যে ৮ রানের জুটি গড়ে অপরাজিত আছেন। শেষ দিনে জয়ের জন্য ৩০৭ রান করতে হবে ভারতের।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed