ঢাকা ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১
জি. মোস্তফা:
ওহির জ্ঞানভিত্তিক সভ্যতার পুনর্জাগরণে যুবকদের জন্য বই এবং বউ এ দুটো জিনিস সমান অপরিহার্য।
বাতিলশক্তির এজেন্টরা একদিকে প্রকৃত জ্ঞান থেকে যুবকদেরকে দূরে সরিয়ে রাখছে। সেজন্য তারা সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে ক্রমাগতভাবে। শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করানো হয়েছে চরিত্রহননের সূক্ষ্ম সূত্র এবং জড়বাদের মৌলিক প্রশিক্ষণ।
পাঠ্যপুস্তকে আমাদের জাতিসত্তার নেই কোনো পরিচয়, নেই ইতিহাস ঐতিহ্য ও সংগ্রামের প্রতিচ্ছবি।সেখানে কেবলি মিথ্যে ইতিহাস ও জ্ঞানের বিকৃতি। খাপছাড়া আল্গা কতিপয় বাক্য ছাড়া আর কিছুই নেই।
অন্যদিকে যুবকদের মোরালিটিকে একেবারে উৎখাত করার জন্য বিয়েকে করা হচ্ছে নিরুৎসাহিত। উপযুক্ত বয়সে বিয়ে সম্পাদন করাকে বলা হচ্ছে বাল্যবিবাহ। পরিবারের অভিভাবকরাও এক্ষেত্রে হয়েছে অসচেতন। বিয়ের পথ কঠিন হওয়ায় ছেলে মেয়েরা ঝুঁকে পড়ছে অবৈধ প্রেম,অবৈধ সম্পর্ক, সাক্ষাৎ ও ব্যাভিচারে। ক্যারিয়ার,নিজের পায়ে দাঁড়ানো, সরকারি চাকুরি,উচ্চ শিক্ষা ইত্যাদির দোহাই দিয়ে বিয়েকে পেছনে ঠেলে অশ্লীলতাকে সামনের দিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
তার মানে যুবকদের কাছ থেকে দুটো জিনিস কেড়ে নেওয়া হচ্ছে প্রকৃত জ্ঞান তথা বই এবং হালাল সঙ্গিনী তথা বউ। ওহিভিত্তক জ্ঞান এবং সভ্যতার পুনর্জাগরণে এ দুটো জিনিসই অধিক গুরুত্বপূর্ণ। বই এবং বউ এ দুটো চিজই ইসলামি সভ্যতার গোপন চালিকাশক্তি।
এর মাধ্যমে গড়ে ওঠে পরিবার, সুস্থ সমাজ, আখলাকসম্পন্ন মানুষ এবং মহান সৃষ্টিকর্তাকে ভালোবাসার নিশ্ছিদ্র প্রেরণা। যখন মানুষ জ্ঞান চর্চা করে তখন বলে ওঠে- “হে আমাদের রব তুমি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করো নি , সুতরাং তুমি আমাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও।”
প্রকৃতপক্ষে বই এবং বউ এ দুটো জিনিসই যুবকদের জন্য নিরন্তর প্রেরণা এবং ভালোবাসার উৎস। হতাশা, অস্থিরতা এবং ঘন কালো মেঘের দিনগুলিতে এ দুটোই একজন যুবককে হাসিমুখে পথ চলতে শেখায়।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed