ঢাকা ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১
মো: আব্দুল হাকিম জুবাইর:
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস যেমন মহামারীর আকার ধারণ করেছে, তেমনি আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় মহামারীর ন্যায় বাধাগ্রস্ত বা আক্রান্ত করেছে টিকটক অ্যাপ। ক্ষুদ্র ভিডিও শেয়ারের অ্যাপ টিকটক ও লাইকি বর্তমানে ব্যাপক জনপ্রিয় তরুণদের মাঝে। বিভিন্ন গান, নাটক বা কোন বক্তার বক্তব্যের অংশবিশেষ কেটে অস্বাভাবিক অঙ্গভঙ্গির মাধ্যমে ভিডিও নির্মাণ করা যেন নেশায় পরিণত হয়েছে। মান কিংবা বক্তব্য এসব ভিডিও তে কোনটিই মুখ্য নয়। তারকাখ্যাতি পাওয়ার জন্য উঠতি বয়সী তরুণ-তরুণীদের এসব ভিডিও তে প্রাধান্য পাচ্ছে যৌনতা ও সহিংসতার মতো ভয়ঙ্কর সব বিষয়। তারকা হবার নেশায় কিশোর-কিশোরীরা হারিয়ে যাচ্ছে অপরাধের এক অন্ধকারের জগতে।
সম্প্রতি গাজীপুরের টঙ্গী এলাকায় টিকটকারদের দ্বারা এক কিশোরী গনধর্ষণের ঘটনা ঘটেছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছিল। কিশোর গ্যাং, মাদক এমনকি ধর্ষণের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের যেন এক প্লাটফর্মে পরিণত হয়েছে। চেতনা এবং আদর্শ বিবর্জিত এক প্রজন্ম বিনির্মাণে সহায়তা করছে এই অ্যাপ গুলো। ইতোমধ্যে ভারত, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ বয়কটও করেছে । কেননা এর ক্ষতিকর প্রভাব তরুণ প্রজন্মের উপর পড়ছে অত্যন্ত ভয়াবহভাবে।অশ্লীল ও বিদ্রুপাত্মক ভিডিও তৈরি করার যে অসুস্থ প্রতিযোগিতা সেটাকে এখনই থামিয়ে দিতে না পারলে তাদেরকে এবং গোটা সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে পৌঁছাবে। তারুণ্য বিধ্বংসী এসব অ্যাপ বন্ধ করতে সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না তা বোধগম্য নয়! আগামী প্রজন্মকে বাঁচাতে টিকটক ও লাইকির মত তারুণ্য বিধ্বংসী এসব অ্যাপ বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ
মোবা নং: ০১৫১৬০৮৭২৮৩
সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম
ইমেইল ঃ abdulhakimjubair@gmail.com
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed