ঢাকা ৯ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১
এম এ রসুল সন্দ্বীপি:
সেদিন ছিলো হৃদয় ফাটা বাংলাদেশে শোক,
সীমানা শেষে তারের কাঁটা জানেন বহু লোক।
জানুয়ারির তারিখ সাত কাঁটা তারের পরে,
আঁটকে দেহ ঝুলিয়ে হাত ফেলানী যায় মরে।
বিএসএফ মারলো তাকে সেদিন করে গুলি,
দুই হাজার এগার সালে কেমন ভাবে ভুলি?
হারানো সেই লাশের দাম আজো দেয়নি কেউ,
শিউরে ওঠে গায়ের চাম মহা শোকের ঢেউ।
বাবা মায়ের আঁচল ছায়া খালি কেবল আজ,
বিয়োগ হলো আদর মায়া বেদনা বুকে লাজ।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed