ঢাকা ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১
ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজে ১-১ সমতায় থেকে আজ সিডনিতে এগিয়ে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছে দুই দল। ভারতের একাদশে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন আইপিএলে দূর্দান্ত খেলা পেসার নবদ্বীপ শায়ানি। অস্ট্রেলিয়ার একাদশেও প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন শেফিল্ড শিল্ড ভিক্টোরিয়ার হয়ে পরপর দুই ম্যাচে ২৫৫ ও ২০২ রানের ইনিংস খেলা ওপেনার উইল পুকোভষ্কি।
সিডনিতে দুই দলে দুই তরুণের অভিষেক ম্যাচে টসে জিতে ব্যাট করছে অজিরা। ৩য় ম্যাচে এসে অজি একাদশে ফেরা ওয়ার্নার শুরুতেই ৮ বলে ৪ রান করে পেসার মোহাম্মদ সিরাজের শিকারে পরিণত হয়ে ফেরেন। বৃষ্টির কারনে প্রথম সেশনে মাত্র ৭.১ ওভার খেলা হয়েছে। ২য় সেশনেও বৃষ্টির হানার কারনে খেলা হয়নি বেশ কয়েক ওভার।
অপর ওপেনার অভিষিক্ত পুকোভষ্কি ও লাবুশেন ২য় উইকেটে লড়ছেন। পুকোভষ্কি ২৩ ও লাবুশেন ১৮ রান নিয়ে ব্যাট করছেন। ১ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৬। ভারতের হয়ে একমাত্র উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ। অভিষিক্ত পেসার শায়ানি এখনো বল হাতে নেননি।
১-১ সমতায় থাকা সিরিজে আজ থেকে শুরু হওয়া ম্যাচে জয়ী দল সিরিজ পরাজয় এড়ানোর পাশাপাশি সিরিজ জয়ের ভীতও গড়বে। প্রথম ম্যাচে ভারত মাত্র ৩৬ রানে অলআউট হয়ে পরাজয়ের পর ২য় ম্যাচে দূর্দান্ত জয়ে ঘুরে দাঁড়ানোর ফলে সিডনি টেস্টে দারুণ লড়াইয়ের প্রত্যাশা।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed