ঢাকা ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১
জুবায়ের আহমেদ:
অস্ট্রেলিয়া টেস্ট দলে ৪৬০তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে ওপেনার উইল পুকোভস্কির। অভিষেকে অভিজ্ঞ ওপেনার ওয়ার্নারের সাথে ওপেন করতে নেমে ৬২ রানের দূর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। বৃষ্টিকবলিত প্রথম দিন শেষে ৫৫ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ অস্ট্রেলিয়ার।
সিরিজে ১-১ সমতায় থেকে সিডনিতে টসে জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচে এসে একাদশে যোগ দেন ওয়ার্নার। সিরিজে প্রথমবারের মতো অভিষিক্ত পুকোভস্কি ও ওয়ার্নার ইনিংস গোড়াপত্তন করতে নামে। শুরুতেই দলীয় ৬ রানের মাথায় ৮ বলে ৪ রান করে ফেরেন ওয়ার্নার। পুকোভস্কি ও লাবুশেন ২য় উইকেটে জুটি বেধে দলকে এগিয়ে নেন এবং দুজনে ১০০ রানের জুটি গড়েন। অভিষেক টেস্টেই ফিফটি হাঁকিয়ে শেষে ১১০ বলে ৪টি চারে ৬২ রান করে ফেরেন পুকোভস্কি।
১০৬ রানে ২য় উইকেট পতনের পর লাবুশেন ও স্মিথ জুটি বাধেন। দুজনে ৬০ রানের জুটি গড়ে আজ প্রথম দিন শেষ করেন। ফিফটি আদায় করেন লাবুবেশন। ২ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ অজিদের। লাবুশেন ৬৭ ও স্মিথ ৩১ রান করে অপরাজিত আছেন।
ভারতের হয়ে ১টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ ও অভিষিক্ত নবদ্বীপ শায়ানি। আগামীকাল ২য় দিনে বড় সংগ্রহ গড়ার লক্ষ্যে ব্যাট করতে নামবে অজিরা।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed