ঢাকা ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১
মোঃ ওমর ফারু:
নব্য বছরের নব্য সূচনায়,
সংকল্পবদ্ধ হোক ঐক্যতায়।
জাগ্রত হোক সবাই মানবতায়,
ধর্ম বর্ণ হোক এক সূত্রে একতায়।
আত্ম উচ্ছ্বসিত সাম্য চেষ্টার সঞ্চারে,
সকলি ফিরে যাক সফলতার ফল ভোগের তরে।
ধুয়ে মুছে যাক অতীতের গ্লানি স্রোতের টানে,
আবছায়া কেটে উঠুক আলোকিত হোক প্রাণে।
জীবন্ত লাশ হোক, কর্মের গুনে উড়ন্ত পক্ষী,
স্বজাত নিয়ে বেঁচে থাকুক ইতিহাসের হয়ে স্বাক্ষী।
লেখক:
অর্থনীতি, এমবিএ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed