ঢাকা ২১শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০
রাশেদা ইসলাম মুন্নী:
শ্যামা ও সাথী দুই বোন।সাথী শ্যামার ছোট বোন।শ্যামা,সাথী ও তাদের মা একটা ছোট পরিবারে বসবাস করে।ছোটবেলাতেই তাদের বাবা মারা যান।
শ্যামা,সাথীর দুই বছরের বড়। একদিন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। চারদিকে অন্ধকার হয়ে আছে। শ্যামা একা একা বারান্দায় বসে বৃষ্টির শব্দ শুনছে।বৃষ্টি তার খুব ভালো লাগে।সে বাইরে অন্যান্য মেয়েদের সাথে খেলতে পারে না। কারণ তার মা তাকে নিষেধ করেছেন।
সবসময় বাসায় সে একা একা সময় কাটায়।তাই একাকীত্বই তার সঙ্গী। প্রতিবছর তার জন্মদিনে তাকে ঘরে বসে থাকতে হয়। কারণ বর্ষার কোন একদিন তার জন্মদিন থাকে। সে জন্মদিনটায় তার মা ও ছোট বোন সাথীর সাথে কাটায়।
আজ শ্যামার জন্মদিন। সকালে শ্যামার ঘুম ভাঙ্গে তার মা ও ছোট বোনের ডাকে।সকাল থেকে শ্যামার মা খুবই ব্যস্ত।এবার তার মা-ও সাথী ঠিক করেছে শ্যামার জন্মদিন টা অন্য রকম ভাবে পালন করবে।
শ্যামার আজ খুব মন খারাপ।কারণ আজ তার বাবার কথা মনে পড়ছে খুব।শ্যামা তার ঘরে কিছু একটা নিয়ে চিন্তা করছিল।এর ফাঁকে তার মা ও সাথী কাজ সেরে ফেলছে।শ্যামা ভাবতেও পারেনি যে তার জন্মদিন এমন ভাবে পালিত হবে।
শ্যামা ঘর থেকে বের হলে তার মা ও সাথী শুভ জন্মদিন বলে শুভেচ্ছা জানাল। তারপর কেক কাটল। সাথী তাকে একটা জামা উপহার দিল। এরপর শ্যামা খোলা বারান্দায় বসে বৃষ্টি দেখতে লাগল।
হঠাৎ শ্যামাকে তার মা জিজ্ঞেস করল আচ্ছা আজকের দিনে তুই আমার কাছে কি চাস? শ্যামা উত্তরে বলল, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে মা আজ!! শুনে মার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল। কারণ শ্যামা ছিল জন্মান্ধ। সে তার মাকে আজ পর্যন্ত দেখেনি।
শিক্ষার্থী
অর্থনীতি বিভাগ,
জাতীয় বিশ্ববিদ্যালয়।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed