ঢাকা ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০
সরোয়ার উদ্দিন নিরব, সীতাকুণ্ড প্রতিনিধি:এই ঘুণেধরা সমাজে মানবতা যেখানে বারংবার পরাজিত সেখানে মানবতার ডালি নিয়ে আজ থেকে প্রায় ৪ বছর আগে আবির্ভূত হয়েছিলো মানবতা ফাউন্ডেশন নামক একটি প্রতিষ্ঠান।
শুরু থেকে সমাজ বিনির্মাণে প্রতিশ্রুতিশীল এই সংগঠন বরাবরই সামাজিক কাজে তাদের সরব উপস্থিতির জানান দিয়েছে। আমরা সকলে জানি তীব্র শীতে কাঁপছে পুরা দেশ সেইসাথে দুর্বিষহ হয়ে ওঠেছে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষদের জীবন। তাই বরাবরের মত এইবারও তাদের এই দুঃখে সমব্যথী হয়ে আপনাদের সকলের প্রাণপ্রিয় সংগঠন মানবতা ফাউন্ডেশন অতী শিঘ্রই সীতাকুন্ডের স্থানীয় ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
এই মহতী উদ্যোগে আপনিও চাইলে অংশী হতে পারেন। আপনার সামান্য সাহায্যে হয়তো শীতের তীব্রতা থেকে বেঁচে যাবে অনেকগুলো মানুষ।
আপনাদের শীতবস্ত্র ও আর্থিক সাহায্য পাঠাতে,,,
যোগাযোগ/বিকাশ:-
01881-002118 (পার্সোনাল)
#মানবতা_ফাউন্ডেশন
#গাহি_সাম্যের_গান
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed