ঢাকা ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০
আর কে রেজা, বিশেষ প্রতিনিধি, স্বপ্ন ঘুড়ি:বে-সরকারী ব্যবস্থাপনায় বরিশালের সবচেয়ে বড় টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্ট আমতলী চ্যাম্পিয়ন লীগ-২০২০ এর তেইশ তম ম্যাচে রয়েল ক্রিকেটার্স বাকেরগঞ্জ এর বিপক্ষে সহজ জয় পায় বানারীপাড়া ফ্যালকন ক্রিকেট দল।
শুরুতে রয়েল ক্রিকেটার্স বাকেরগঞ্জের বিপক্ষে বানারীপাড়া ফ্যালকন টিমের ক্যাপ্টেন জসিম টসে জয় লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। বানারীপাড়া ফ্যালকন টিমের দুই ওপেনার শুভ ও আল-ইমরান শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে। বানারীপাড়া ফ্যালকন টিমের ওপেনিং পার্টনারশিপ ভেঙে দেয় বাকেরগঞ্জের পেসার অভিষেক। ফ্যালকনের দলীয় ৭৭ রানে অভিষেকের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন আল-ইমরান। ইমরান ৩ ছয় ও ১টি চারের সাহায্যে ২২ বলে করেন ২৭ রান। উইকেটে এসে শাওন হাওলাদার শুভ’র সাথে জুটি ধরেন। কিন্তু সেই পথ বেশি সময় স্থায়ী হতে দেয়নি অভিষেক। অভিষেকের বলে এলবি’র শিকার হয়ে ১৫ বলে ১৬ করে মাঠ ছাড়েন।
দলীয় ১৩৩ রানে সাদ্দামের বলে আরিফের হাতে ক্যাচ দিয়ে দুর্দান্ত এক ইংনিস শেষ করে শুভ। ৭ ছয় ও ৩ চারের সাহায্যে ৪৫ বলে করে ৭০ রান। ইমন ডালি ১৮ বলে ২৪ রান ও তুহিন আহমেদ ৬ বলে ২৪ রানে নির্ধারিত ওভার শেলে বানারীপাড়া ফ্যালকন টিমের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৯৭ রান। বাকেরগঞ্জের হয়ে অভিষেক ও ইসা-ই-সালাম ২টি এবং আল-আমিন, সংগ্রাম ও সাদ্দাম ১টি করে উইকেট সংগ্রহ করে।
বানারীপাড়া ফ্যালকন টিমের দেওয়া ১৯৮ রানের বড় টার্গেটে চাপ নিয়েই উইকেটে আসে রয়েল ক্রিকেটার্স বাকেরগঞ্জের দুই ওপেনার রাকিব হাওলাদার ও মিসকাতুল ইসলাম। রাকিব ও মিসকাতুলের পার্টনারশিপ স্থায়ী হয় ৫.১ ওভার পর্যন্ত। তুহিনের বলে ইমনের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৭ রানে ফিরেন রাকিব। বাকেরগঞ্জের দলীয় ৬৮ রানে তুহিনের বলেই মিসকাতুল সাজঘরে ফিরেন ২৯ রান করে। দলীয় একশো রানের কোঠায় বাকেরগঞ্জের টপ অর্ডারের সব উইকেট হারিয়ে ম্যাচ থেকে ব্যাকফুটে চলে যায়।
বানারীপাড়া ফ্যালকন দলের বোলাদের বোলিং তোপে পরে বাকেরগঞ্জের কেউই ত্রিশ রানের কোঠায় পৌছতে পারেনি। ইসা-ই-সালাম ১২,ফরিদ খান ১১ ও অভিষেকের ১৫ রান উল্লেখযোগ্য। তাছাড়া কেউ দুই সংখ্যার ঘরে পৌছতে পারেনি। ১৮.৫ ওভার শেষে রয়েল ক্রিকেটার্স বাকেরগঞ্জ ১৩৮ রানে অলআউট হয়ে যাওয়ার সুবাদে বানারীপাড়া ফ্যালকন টিম ৫৯ রানের বিশাল জয় পায়। বানারীপাড়া ফ্যালকন টিমের হয়ে পাবেল হাওলাদার ও তুহিন আহমেদ ৩টি করে এবং সিব্বির ও তানিম ২টি করে উইকেট সংগ্রহ করে। ম্যান অব দ্য ম্যাচ যৌথভাবে সুমন ও শুভ ।
উল্লেখ্য আগামী কাল (২০/১২/২০২০) বানারীপাড়া ফ্যালকন টিমের দ্বিতীয় খেলা মহিপুর ম্যাগামাইন্ডের বিপক্ষে আমতলী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed