ঢাকা ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
স্বপ্ন ঘুড়ি ডেস্ক:এক জোড়া তরুণ-তরুণী একসাথে বসে সিগারেট টানছিলেন। এই সময় এক ব্যক্তির বাধা দেয়া এবং উপস্থিত লোকজন ভিডিও করে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার পরই আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে তা নিয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হওয়ার পর অভিযুক্ত ব্যক্তির পরিচয়ও পাওয়া গেছে। গণমাধ্যমের সাথে কথা বলেছেন অভিযুক্ত শহিদ হোসেন বারেক।
বারেক একটি গণমাধ্যমকে বলেন, ‘একজন মেয়ে মানুষ প্রকাশ্যে সিগারেট খাচ্ছিলো। এটা খারাপ দেখা যাচ্ছিলো। পরিবেশ নষ্ট হচ্ছিলো। পাড়ার মেয়েরা খারাপ হয়ে যেতে পারে। তাই ভালোভাবে নিষেধ করেছি। উঠে যেতে বলেছি।’
পুরুষদের সিগারেট খেতে নিষেধ করেন না কেন জানতে চাইলে তিনি বলেন, ‘ছেলে-মেয়ের মধ্যে পার্থক্য আছে। ছেলেদের নিষেধ করা যায় না। কিন্তু মেয়েরা প্রকাশ্যে সিগারেট খেলে খারাপ লাগে।’
নারী-পুরুষের সমান অধিকারে বিশ্বাস করেন কি না জানতে চাইলে তিনি বলেন, কর্মক্ষেত্রে সমান অধিকার। কিন্তু অন্য ক্ষেত্রে না। আপনার কী মনে হয়, আমি খারাপ কিছু করেছি? একজন সাংবাদিক হয়ে আমাকে এ প্রশ্ন করেন কিভাবে? প্রশ্ন করেই নামাজে যাবেন বলে ফোন কেটে দেন বারেক। নামাজের পর অসংখ্যবার ফোন করলেও বারেক আর ফোন ধরেননি।
পুলিশও এই ব্যক্তির খোঁজ করছেন বলে জানিয়েছে নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানতে পুলিশ খোঁজ নিচ্ছে।
সূত্র-সময় নিউজ।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed