ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
সম্পূর্ণ অরাজনৈতিক, মানবিক এবং সেবামূলক উদ্দেশ্যে পাহাড়িয়াকান্দি ইউনিয়নের সচেতন যুব সমাজ ও সাধারন শিক্ষার্থীদের উদ্যোগে ২০১৯ সালের ২৭ নভেম্বর গঠিত হয় পাহাড়িয়াকান্দি ব্লাড ডোনারস্ এসোসিয়েশন।মানবিক সেবায় নিয়োজিত এই সংগঠনটির একবছর পূর্তি উপলক্ষে ক্যাম্পেইন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ইতিমধ্যে উক্ত সংগঠন থেকে বিভিন্ন সময়ে মুমূর্ষু রোগিদের অপারেশনের জন্য ৪০ বার রক্তদান করা হয়।মানবিক এই সংগঠনটিকে এগিয়ে নিতে পরবর্তী পথচলা সম্পর্কে বিভিন্ন আদেশ-উপদেশ এবং দিক নির্দেশনা দিয়েছেন সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ। একবছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান।পাশাপাশি উপস্থিত ছিলেন এইচ.কে আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিকুর রহমান,বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর রফিকুল ইসলাম, সলিমগঞ্জ কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মীর তাইজুল ইসলাম দোলন,ডাঃ গিয়াসউদ্দিন,এইচ কে আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আহসানউল্লাহ মাষ্টার এবং বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক মতিউর রহমান পিন্টু। আলোচনা সভায় প্রতিষ্ঠাতা সদস্য হোসাইন সরকার তরুণদের নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ গাজিউর রহমান, তরুনদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, পাশাপাশি যেকোনো প্রয়োজনে সহায়তা এবং পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন।সর্বস্তরের সবাইকে রক্তদানের মত মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান করেন।তিনি মনে করেন প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে রক্তদানে এগিয়ে আসে তাহলে অত্র ইউনিয়নের কোনো রোগিকেই রক্ত নিয়ে কখনোই চিন্তা করতে হবে না।আর এমনটা যদি দেশের বিভিন্ন অঞ্চল,জেলা,উপজেলায় হয় তাহলে পাল্টে যাবে পুরো বাংলাদেশের চিত্র।এইচ কে আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিকুর রহমান তার সন্তান সমতুল্য শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানায় এবং সংগঠনের উত্তোরোত্তর সফলতা কামনা করেন।বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর রফিকুল ইসলাম সংগঠনটিকে এগিয়ে নিতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার কথা বলেন এবং নানা প্রকার দিক-নির্দেশনা প্রদান করেন।এছাড়াও অন্যান্য অতিথীবৃন্দ তাদের বক্তব্য প্রদান করেন এবং ভালো মানুষ হয়ে সমাজ ও দেশের জন্য ভালো কাজ করতে উৎসাহী করেন।
“রক্ত দিন,জীবন বাঁচান।” এ স্লোগান নিয়ে যথাযথ দূরত্ব এবং সচেতনতা অবলম্বন করে বিশাল র্যালি করা হয় এবং এক বছর পূর্তিতে কেক কাঁটা হয়।এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা বলেন, যথোপুযুক্ত নিয়ম মেনে যেকোনো সময়ে রক্তদানে তারা সর্বদা প্রস্তুত।
উল্লেখ্য পাহাড়িয়াকান্দি ব্লাড ডোনারস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠিতা সভাপতি জহিরুল ইসলাম (স্বাস্থ্য সহকারী)।প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন শামীম বেপারি, রিপন হক, সুমন আহম্মেদ, হোসাইন সরকার, হাফিজুল ইসলাম, বাবু।
মামুন হোসেন আগুন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,
ঢাকা কলেজ, ঢাকা।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed