ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চট্টগ্রাম কলেজের সন্দ্বীপ ভিত্তিক ছাত্র সংগঠন ‘সন্দ্বীপ স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম কলেজের ৭ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান ২৭ নভেম্বর(শুক্রবার) কক্সবাজারস্থ Bashati Bay Resort এ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সৈয়দ নাঈম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান তুহিন এর সঞ্চালনায়, এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বে অব বেংগল গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর ও ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার(টুয়াক) এর সভাপতি তোফায়েল আহমেদ এবং সন্দ্বীপ স্টুডেন্টস্ এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের উপদেষ্টা ও বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জয়।
এছাড়াও উপস্থিত ছিলেন সন্দ্বীপ স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম কলেজের সাবেক সভাপতি উপদেষ্টা মেহেদী হাসান ও এসোসিয়েশন এর প্রাক্তন সভাপতি(২০১৬) মেহেদী হাসান জনি, সাধারণ সম্পাদক(২০১৭) তৌরাত হোসাইন রাফী, প্রাক্তন সভাপতি(২০১৮) মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক(২০১৮) মাহফুজ মেহরাজ, প্রাক্তন সভাপতি(২০১৯) নোমান বিন হোসাইন সহ সংগঠনের অন্যান্য সসস্যবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই সংগঠন এর সৃষ্টিশীলতা তাদের মুগ্ধ করেছে এবং প্রত্যাশা করেন ভবিষ্যতেও পরিবার, সমাজ ও রাষ্ট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed