ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০
স্বপ্ন ঘুড়ি স্পোর্টস ডেস্ক:বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২০২০ এর উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ঢাকাকে হারিয়েছে রাজশাহী। ২য় ম্যাচে শক্তিশালী খুলনা হারিয়েছে বরিশালকে। দুটো ম্যাচই শেষ ওভারের রোমাঞ্চের মাধ্যমে নিস্পত্তি হয়েছে।
আজ দুপুর ১.৩০ মিনিটে ৩য় ম্যাচে মুখোমুখি হবে প্রথম ম্যাচে জয় পাওয়া জেমকন খুলনা বনাম মিনিস্টার গ্রুপ রাজশাহী। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ওয়ার্ল্ড ও টি-স্পোর্টস।
কাগজে কলমে খুলনা শক্তিশালী দলের বিপরীতে মোটামুটি দল গঠন করেছে রাজশাহী। দলটিতে মোহাম্মদ আশরাফুল, সাইফুদ্দিন, নাজমুল শান্ত, ফরহাদ রেজা, রনি তালুকদার, আরাফাত সানিদের মতো ক্রিকেটার থাকলেও সাইফুদ্দিনের ইনজুরীর কারনে কিছুটা পিছিয়ে রাজশাহী। তবে ঢাকাকে হারিয়ে জয় দিয়ে শুরু করায় আত্মবিশ্বাস বেড়েছে দলটির।
খুলনা সবচেয়ে বেশি তারকা ক্রিকেটারে সমৃদ্ধ দল। সমর্থকদের ভাষায় এটি জাতীয় দলের মতোই। তারপরও অপেক্ষাকৃত দুর্বল দল বরিশালের কাছে হারতে হারতে শেষ ওভারের ঝড়ে জিতেছে খুলনা। তাই খুলনা জয় পেলেও তাদেরকে হারানো সম্ভব, ভালো ক্রিকেট খেলতে পারলে, এটি স্পষ্ট হয়েছে প্রথম ম্যাচেই।
যেহেতু দলই জয় দিয়ে শুরু করেছে সেহেতু একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তবে প্রথম ম্যাচে চার পেসার নিয়ে খেলানো খুলনা প্রয়োজন মনে করলে একাদশে এক পেসার কমিয়ে নাজমুল ইসলাম অপুকে আনতে পারে একাদশে।
রাজশাহীতে পরিবর্তনের সম্ভাবনা নেই। সাইফুদ্দিন ২/৩ ম্যাচ খেলতে পারবেন না, এমনটা জানানো হলেও যদি সাইফুদ্দিন নিজেকে ফিট মনে করে খেলতে রাজী হন তাহলে ফরহাদ রেজার পরিবর্তে কিংবা ফজলে রাব্বির পরিবর্তে দেখা যেতে পারে সাইফুদ্দিনকে। তবে সে সম্ভাবনা খুবই ক্ষীণ।
জেমন খুলনার সম্ভাব্য একাদশ
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, জহুরুল ইসলাম অমি, আরিফুল হক, শামিম হোসাইন, আল আমিন হোসাইন, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ ও শফিউল ইসলাম।
মিনিস্টার গ্রুপ রাজশাহীর সম্ভাব্য একাদশ
নাজমুল শান্ত (অধিনায়ক), আনিসুল ইসলাম ইমন, রনি চৌধুরী, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ আশরাফুল, ফজলে রাব্বি, সাইফুদ্দিন/রেজা, মুকিদুল ইসলাম, আরাফাত সানি ও ইবাদাত হোসাইন।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed