ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০
তাসফীর ইসলাম (ইমরান)
বাংলার মাটিতে আর মুক্তির রক্তের গন্ধ পাইনা।
চকমকি এই ব্যাস্তনগরীতে আমার যুঝে যাওয়া কাজ;
দেখেও না দেখার ভান করে চুপচাপ খেলা দেখি আমি
আলো আসে, বসে ঠিক মৃত্যুর পাশে
গোলাপের মতো ফুটন্ত সারি সারি বেইমানের দল
ফাঁদ পেতে রাখে, তাজা নবীনের বুক খুঁটে খায়-
মুক্তিযোদ্ধার বাড়িতে আজও তার অজান্তে রাজাকারের আনাগোনা বাড়ে।
রাজপথে শুয়ে থাকি আমি,
শহীদের রক্তের কোনো গন্ধ পাই না।
শুধু মানুষ নামক শকুনের ভিরে কটা অসহায় মানুষের আর্তনাদ শুনতে পাই।
শিক্ষার্থীঃ সার্ভে ইঞ্জিনিয়ারিং, বাসাই
imran187619@gmail.com
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed