ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০
স্বপ্ন ঘুড়ি স্পোর্টস ডেস্ক:আজেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা আর নেই। গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেণ ফুটবল বিশ্ব মাতিয়ে রাখা ম্যারাডোনা।
ম্যারাডোনার মৃত্যুতে সারা বিশ্বে শোকের ছায়া। সকল তারকা ব্যক্তিত্ব এবং রাষ্ট্র প্রধানরাও শোক জানাচ্ছে ম্যারাডোনার মৃত্যুতে। পায়ের জাদুতে বিশ্বকে মুগ্ধ করা ম্যারাডোনা মানুষের ভালোবাসায় ছিলেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ের মাধ্যমেই।
৬০ বছর বয়সে মৃত্যুবরণ করা ম্যারাডোনার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আজর্েন্টিনা।
দিয়েগোর মৃত্যুতে তার বন্ধু ও বিশ্ব ফুটবলের আরেক নক্ষত্র ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে শোক বার্তা দিয়েছেন। সেখানে পেলে উল্লেখ করেন,
কী দুঃখের খবর। আমি একটি দুর্দান্ত বন্ধু এবং বিশ্ব একটি কিংবদন্তি হারালো। এখনও অনেক কিছু বলার আছে। তবে আপাতত, ঈশ্বর তার পরিবারের সদস্যদের শক্তি দিন। আমি আশা করি, একদিন আমরা একসাথে আকাশে ফুটবল খেলতে পারব।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed