ঢাকা ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০
জুবায়ের আহমেদ:
বিপিএলে ব্যাট হাতে একাধিক ঝড়ো ইনিংস খেলেই জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন আরিফুল হক। জাতীয় দলের অভিজ্ঞতা সুখকর না হওয়ার পর পাশাপাশি গত বিপিএলেও পারফর্ম করতে পারেননি বিপিএলে ঝড়ো ইনিংস খেলে হার্ডহিটার তকমা পাওয়া আরিফুল।
সফলতাও যেমন নিয়মিত খুব বেশি পাওয়া যায় না, তেমনি ব্যর্থতারও শেষ আছে। কয়েকদিন ধরেই নিজেকে হারিয়ে খোঁজা আরিফুল গতকাল বঙ্গবন্ধু কাপ এর ২য় ম্যাচে প্রায় হারতে থাকা ম্যাচকে ২০তম ওভারের ঝড়ে জিতিয়েছেন ৫ বলের মধ্যে ৪টি ছয় হাঁকিয়েছে।
মিরপুরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান করেছিল তামিম ইকবাল বাহিনী। জবাবে তাসকিনদের বোলিং তোপে পরে মাত্র ৩৬ রানের মধ্যেই চার তারকা ক্রিকেটার বিজয়, কায়েস, সাকিব, রিয়াদ ফিরলে জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায় খুলনার।
অভিজ্ঞ জহুরুল ইসলাম ও আরিফুল জুটি বেধে দলকে এগিয়ে নিলেও ২৫ বলে ৩১ রান করে ফেরেন। জহুরুল। ধীর গতিতে খেলে এগুতে থাকেন আরিফুল। তরুণ শামিম হোসাইন ১৮ বলে ২৬ রান করে ফেরার পরও আরিফুল খোলসবন্ধী থাকায় জয়ের জন্য ২০তম ওভারে ২২ রানের প্রয়োজন হয়। ব্যাট হাতে তখন স্ট্রাইকে ২৯ বলে মাত্র ২৪ রান করে দুয়োধ্বনি শুনা আরিফুল। বল হাতে মিরাজ। স্পিনার পেয়েই যেনো ঝড় তোলতে মরিয়া আরিফুল। মিরাজের নির্বিষ বোলিংয়ে ঝড় তোলে টানা ৩ ছয় সহ ৫ বলে ৪টি ছয় হাঁকিয়ে দলকে ৪ উইকেটের অবিশ্বাস্য জয়ে এনে দিয়ে ভিলেন থেকে হিরোতে পরিণত হন আরিফুল। জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও পরাজয়ের হতাশায় পুড়ে বরিশাল।
আগের ম্যাচেই স্পিনার শেখ মেহেদী হাসানের দূর্দান্ত বোলিং থেকেও অনুপ্রেরণা নিতে পারেননি অভিজ্ঞ মিরাজ। তবে মুক্তার আলীর ব্যর্থতা থেকেই হয়তো শিক্ষা নিয়ে স্পিন জুজুকে উড়িয়ে দিয়ে আরিফুল দলকে এনে দিয়েছেন রোমাঞ্চকর হয়।
টি২০ ক্রিকেটকে বলা হয় টাকার খেলা। এখানে শতভাগ বানিজ্যিক চিন্তা ভাবনা থাকে আয়োজকদের এবং কর্পোরেট কোম্পানীগুলোর। তবে বানিজ্যকে ছাপিয়েও ক্রিকেট তার অনিশ্চয়তার রং ছড়াচ্ছে বারবার, টি২০ ক্রিকেটে একটু বেশিই যেনো রঙ্গীন ক্রিকেটের চরম অনিশ্চয়তা। যেখানে সমর্থকরা বিনোদিত হয়, ম্যাচ শেষে তৃপ্তির ঢেকুর তোলে। বিদেশী ক্রিকেটার বিহীন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২০২০ এর প্রথম দিনের দুই খেলাতেই টানটান উত্তেজনাপূর্ণ আবহ ও রোমাঞ্চ ছড়ানোর কারনে প্রথম দিনেই যেনো পূর্ণরূপে জমে উঠেছে বঙ্গবন্ধু কাপ।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed