ঢাকা ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০
জুবায়ের আহমেদ:বঙ্গবন্ধু টি২০ কাপের উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রানের বড় সংগ্রহ গড়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। দলের হয়ে ৩২ বলে ৪টি ছয় ও ৩ চারে ৫০ রানের ইনিংস খেলেছেন মেহেদী হাসান। ২০ বলে ৩৯ রান করেন নুরুল হাসান সোহান।
মিরপুরে শুরুতেই ব্যাট হাতে তোলেন যুবা আনিসুল ইসলাম ইমন। শান্ত ১৬ বলে ১৭ রান করে ফিরলেও ইমন ২৩ বলে ১ ছয় ও ৫ চারে ৩৫ রানের ইনিংস খেলেন। উদ্বোধনী জুটিতে ৩১ রান করার পর ৪৮ রানে ২ উইকেট পতনের মাধ্যমে ধস নামে রাজশাহীর ইনিংসে। রনি তালুকদার ৮ বলে ৬, আশরাফুল ৯ বলে ৫, ফজলে রাব্বি শুণ্যে ফিরেন। মাত্র ৬৫ রানে ৫ উইকেট পতনের পর ৬ষ্ঠ উইকেটে সোহান ও শেখ মেহেদী ব্যাট হাতে তান্ডব চালান। দুজনে ঝড়ো ব্যাট করে ৮৯ রানের জুটি গড়েন। সোহান ২০ বলে ৩ ছয় ও ২চারে ৩৯ রান করে ফিরলেও ৩২ বলে ৪টি ছয় ও ৩ চারে ৫০ রান করেন মেহেদী।
আরাফাত সানি শুণ্য, মুকিদুল শুণ্যে ফিরলেও ফরহাদ রেজা ইনিংসের শেষ বলে ছয় হাঁকালে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রানের বড় সংগ্রহ পায় রাজশাহী। রেজা ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন।
ঢাকার হয়ে অসাধারণ বোলিং করেন পেস অলরাউন্ডার মুক্তার আলী। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মুক্তার। মেহেদী হাসান রানা, নাসুম আহমেদ ও নাইম হাসান ১টি করে উইকেট শিকার করেন।
ইনিংস বিরতি শেষে ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বেক্সিমকো ঢাকা।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed